বলিউডের এই গানগুলি তৈরি করতে কত খরচ হয়েছিল জানেন?

দুর্ধর্ষ গল্প, দুরন্ত পরিচালনা, ফাটাফাটি অভিনয় সে সব তো পরের কথা। সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত সে সবের স্বাদ পাওয়া সম্ভব নয় সিনেপ্রেমীদের। ফিল্ম মুক্তির আগেই তাই চট জলদি দর্শকের মন জয় করতে একটা মারকাটারি গান একাই একশো।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৩ নভেম্বর ২০১৬ ১১:৫৩
Share:

দুর্ধর্ষ গল্প, দুরন্ত পরিচালনা, ফাটাফাটি অভিনয় সে সব তো পরের কথা। সিনেমা মুক্তি না পাওয়া পর্যন্ত সে সবের স্বাদ পাওয়া সম্ভব নয় সিনেপ্রেমীদের। ফিল্ম মুক্তির আগেই তাই চট জলদি দর্শকের মন জয় করতে একটা মারকাটারি গান একাই একশো। সোশ্যাল মিডিয়ার ধুন্ধুমারের যুগে সিনেমার অনেক আগেই মুক্তি পেয়ে যায় ছবির গান। আর সেই গান একবার দর্শকদের হৃদয় ছুঁতে পারলেই কেল্লা ফতে। গানের হাত ধরে সিনেমাও বেশ কিছুটা হিটের রাস্তায় এগিয়ে যায়। তাই ভাল অভিনয়ের পাশাপাশি, পরিচালকরা চান গান আর তার দৃশ্যায়নটা যেন বেশ জম্পেস হয়। আর সেই রাস্তায় হাঁটতে গিয়ে শুধু গানের পিছনেই কয়েক কোটি টাকা খরচ করে ফেলেন তাঁরা। বলিউডের এমনই বেশ কয়কটি এক্সপেনসিভ গানের খরচের বহরটা শুনলে চোখ কপালে উঠবে।

Advertisement

আরও পড়ুন: বলি তারকাদের হাড় হিম করে দেওয়া কিছু ‘ভুতুড়ে’ অভিজ্ঞতা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement