২০১৫-এ সবচেয়ে বেশি ডাউনলোডেড সিনেমা কোনগুলি?

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০১৫ সালটা কার কেমন গেল সেটা জানতে আমরা হয়তো সকলেই বক্স অফিসের রিপোর্টে চোখ রাখব বা কোন ছবি কত আয় করল সেটাই জানতে চাইব। কিন্তু একুশ শতকে স্মার্ট ফোনের জামানায় মোবাইলে বা বাড়ির কম্পিউটারে ডাউনলোড করে সিনেমা দেখেন এমন মানুষের সংখ্যাটাও কিছু কম নয়। যেমন, স্কুল কলেজের পরীক্ষা বা অফিসের কাজের চাপে হয়তো কোনও সিনেমা আপনার দেখা হল না।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৬ ১২:৫৫
Share:

ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে ২০১৫ সালটা কার কেমন গেল সেটা জানতে আমরা হয়তো সকলেই বক্স অফিসের রিপোর্টে চোখ রাখব বা কোন ছবি কত আয় করল সেটাই জানতে চাইব। কিন্তু একুশ শতকে স্মার্ট ফোনের জামানায় মোবাইলে বা বাড়ির কম্পিউটারে ডাউনলোড করে সিনেমা দেখেন এমন মানুষের সংখ্যাটাও কিছু কম নয়। যেমন, স্কুল কলেজের পরীক্ষা বা অফিসের কাজের চাপে হয়তো কোনও সিনেমা আপনার দেখা হল না। অথবা বাড়ির বয়স্ক মানুষ, যাঁদের পক্ষে সিনেমা হলে বা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখা সম্ভব না তাঁদের জন্য বাড়ির কম্পিউটারে সিনেমা ডাউনলোড করে দেখাটা অনেক সোজা। কিন্তু আমরা কম্পিউটারে ডাউনলোড করা বা নেট থেকে দেখা সিনেমাগুলির মধ্যে কোনটার চাহিদা সবচেয়ে বেশি তার খবর কি রাখি? জেনে নেওয়া যাক এই নিরিখে ২০১৫-এ ভারতে ইন্টারনেটে কোন কোন সিনেমার চাহিদা সবচেয়ে বেশি ছিল।
সম্প্রতি প্রকাশিত একটি রিপোর্ট বলছে, শুধু বক্স অফিসের রিপোর্ট বা সিনেমার আয়ের নিরিখেই নয়, ২০১৫-এ ইন্টারনেটে চাহিদার বিচারেও বছরটা বেশ ভালই গিয়েছে সলমন খানের। কারণ, তাঁর বজরঙ্গি ভাইজান এবং প্রেম রতন ধন পায়ো ছবি দু’টি এই তালিকার শীর্ষের দুটি স্থানে রয়েছে। তালিকার তৃতীয় স্থানে রয়েছে বাহুবলী, যে ছবিটির সিক্যুয়েল দেখার জন্য মুখিয়ে রয়েছে অসংখ্য মানুষ। চতুর্থ স্থানে রয়েছে দক্ষিণী অভিনেতা মহেশ বাবু এবং শ্রুতি হাসান অভিনিত তেলুগু ছবি ‘শ্রীমানথুডু’।

Advertisement

দেখুন এই সংক্রান্ত ফোটো গ্যালারি

তালিকার পঞ্চম স্থানে রয়েছে নিরজ পাণ্ডে পরিচালিত অক্ষয় কুমারের ছবি ‘বেবি’। ষষ্ঠ স্থানে রয়েছে ২০১৫-র বহু চর্চিত থ্রিলার ‘হেট স্টোরি ৩’। এই তালিকার সপ্তম স্থানে রয়েছে ২০১৫-র শেষ লগ্নে মুক্তি পাওয়া বলিউড বাদশার ছবি ‘দিলওয়ালে’। যদিও ছবিটির চাহিদা এখনও তুঙ্গে। ইন্টারনেটে চাহিদা বা ডাউনলোডের নিরিখে অনেক ছবিকে পিছনে ফেলে তালিকার অষ্টম স্থানে রয়েছে সানি লিওনের ছবি ‘এক পহেলি লীলা’।

Advertisement

তবে অজয় দেবগণের দৃশ্যম বা রণবীর দীপিকার ‘বাজিরাও মস্তানী’ বা দক্ষিণী ছবি ‘ইয়েন্নাই অরিন্ধাল’ বা ‘প্রেমম’ ছবিগুলির চাহিদাও কিছু কম নয়। তবে সকলেই তো আর ক্লাসের ফার্স্ট বয় হয় না!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement