করিনা কপূর খানের ইনস্টাগ্রাম পোস্ট দেখতে কে না ভালবাসেন! এক এক দিন এক এক বিস্ময় অপেক্ষা করে সেখানে। সইফ করিনার দাম্পত্যের আভাস থেকে তৈমুরের কাণ্ড-কারখানা, কিংবা জাহাঙ্গীরের শান্তশিষ্ট ছবি- কতই না রসদ অনুরাগীদের সামনে।
মাতৃদিবসে সে ভাবেই মুগ্ধ করলেন করিনা। দুই ছেলে তৈমুর আর জাহাঙ্গীরকে নিয়ে ভাগ করে নিলেন ভালবাসার জলছবি। সেখানে মা তাঁর দুই সন্তানকে নিয়ে সুইমিং পুলের নীল জলে ডুবে। তিন জনেই প্রাণোচ্ছ্বল। মা-ছেলেদের ব্যক্তিগত মুহূর্ত। সেই উচ্ছ্বাসই নতুন করে ধরা পড়ল মাতৃদিবসে।
ক্যাপশনে 'জব উই মেট'-এর নায়িকা লিখছেন, 'আমার জীবনের দুই মাত্রা।' ছবি দেখে ভালবাসায় ভরিয়ে দেন কপূর, খান এবং পতৌদি পরিবারের সদস্যরা। কিছু দিন আগে করিনার স্বামী সইফ নিজে বলেছিলেন, তিনি আরও সন্তানের বাবা হতে চান!
যদিও ইতিমধ্যে করিনার ব্যস্ততা তুঙ্গে। পরবর্তীতে 'লাল সিং চড্ডা'-ছবিতে দেখা যাবে তাঁকে। যেখানে আমির খানও প্রধান চরিত্রে অভিনয় করেছেন। চলতি বছরের ১১ আগস্ট ছবিটি মুক্তি পাওয়ার কথা। এ ছাড়াও, অভিনেত্রী সম্প্রতি জাপানি লেখক কেইগো হিগাশিনোর প্রশংসিত কাজ, 'দ্য ডিভোশন অব সাসপেক্ট এক্স' নিয়ে তাঁর প্রথম ওটিটি-কাজের ঘোষণা করেছেন। পরিচালনায় থাকছেন সুজয় ঘোষ। বিজয় বর্মা এবং জয়দীপ অহলাওয়াতও মুখ্য ভূমিকায় অভিনয় করবেন তাতে।