Entertainment News

‘নাগিন’-এর শেষ এপিসোডে চমক দেবেন মৌনী?

সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের শেষ এপিসোডের প্রোমো শেয়ার করেছেন একতা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৯ ১৩:৩৪
Share:

মৌনী রায়। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

মৌনী রায়। এই বাঙালি অভিনেত্রীর নামের আগে প্রায় বিশেষণের মতো ব্যবহার হয় ‘নাগিন’ শব্দটি। কারণ টেলিভিশনে ‘নাগিন’ ধারাবাহিকের মাধ্যমে তুমুল জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি। ‘নাগিন’-এর তৃতীয় সিজন প্রায় শেষের পথে। তারই শেষ এপিসোডে সম্ভবত মৌনী স্পেশ্যাল পারফরম্যান্স থাকতে পারে। সোশ্যাল মিডিয়ায় এমনই ইঙ্গিত দিয়েছেন নির্মাতা একতা কপূর।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় এই ধারাবাহিকের শেষ এপিসোডের প্রোমো শেয়ার করেছেন একতা। তিনি লিখেছেন, ‘নাগিন অনুরাগীরা তৈরি হোন। দারুণ ফাইনাল এপিসোড আসছে। খুবই নাটকীয় হবে শেষটা। সারা পৃথিবীর মানুষ নাগিন হিসেবে যাঁকে ফলো করেন… তিনি আসছেন। অনুমান করতে থাকুন…।’

প্রথম দুই সিজনে মৌনী অভিনয় করলেও তৃতীয় সিজনে তাঁর অভিনয় দেখেননি দর্শক। টেলি পাড়ার অনেকেই মনে করছেন, মৌনীকে ট্রাম্পকার্ড হিসেবে ব্যবহার করবেন বলেই ব্যবহার করেননি একতা। শেষ এপিসোডে তিনিই হয়ত হতে চলেছেন তুরুপের তাস।

Advertisement

আরও পড়ুন, ঋষি কি ক্যানসারে আক্রান্ত? ‘কণ্ঠ’র ট্রেলার শেয়ারে ফের জল্পনা

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement