Mouni Roy

Mouni Roy: সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন মৌনী, তাঁর ব্রালেটের দাম কত জানেন?

ফুল ছাপের ব্রালেট এবং র্যােপ স্কার্ট পরে নিজেকে লেন্সবন্দি করলেন মৌনী। নাম করা পোশাকশিল্পী গোপী বৈদ মৌনির জন্য তৈরি করেছেন এই পোশাক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ অগস্ট ২০২১ ১২:৪১
Share:

মৌনি রায়।

সমুদ্র সৈকতে উষ্ণতা ছড়াচ্ছেন বঙ্গতনয়া মৌনী রায়। অবসর যাপনের ভিডিয়ো পোস্ট করেছেন নেটমাধ্যমে।

ফুল ছাপের ব্রালেট এবং র‍্যাপ স্কার্ট পরে নিজেকে লেন্সবন্দি করলেন মৌনী। নাম করা পোশাকশিল্পী গোপী বৈদ মৌনীর জন্য তৈরি করেছেন এই পোশাক। খোলা চুল, চোখে কাজল এবং ন্যুড শেডের মেকআপে নিজেকে সাজিয়ে তুলছিলেন ‘কিউ কি...’ ধারাবাহিকের ‘কৃষ্ণতুলসি’। কিন্তু যে পোশাকে মৌনী সকলকে তাক লাগাচ্ছেন, সেটির দাম কত জানেন?

Advertisement

গোপী বৈদের ওয়েবসাইট খুঁজলেই সেই উত্তর পাওয়া যায়। মৌনীর এই পোশাকের দাম সাড়ে ১৬ হাজার টাকা।

এই প্রথম নয়, অতীতেও একাধিকবার ব্রালেট, বিকিনিতে অনুরাগীদের চমকে দিয়েছেন মৌনী। বরাবরের মতো এ বারও তাঁর খোলামেলা অবতারে মুগ্ধ। মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই প্রায় ২ লক্ষ নেটাগরিক পছন্দ করেছেন মৌনীর এই ভিডিয়ো।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement