dev

ষষ্ঠ ছবিতে ফের জুটি বাঁধছেন দেব-রুক্মিণী, দুর্গাপুজোয় আসছে ‘কিশমিশ’

এক দিকে, সকাল থেকে সন্ধে ভোটের প্রচার চালাচ্ছেন। অন্য দিকে, তাঁর ‘পাখির চোখ’ সিনে দুনিয়ার দিকেও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০২১ ১৪:৫০
Share:

দেব-রুক্মিণী।

দেব আবার স্বমহিমায়। এক দিকে, সকাল থেকে সন্ধে ভোটের প্রচার চালাচ্ছেন। অন্য দিকে, তাঁর ‘পাখির চোখ’ সিনে দুনিয়ার দিকেও। ৪ জুন মুক্তি পেতে চলেছে ‘টনিক’। যেখানে ‘টনিক’ চরিত্রে দেখা যাবে সাংসদ-তারকাকে। মুক্তির অপেক্ষায় দেব এন্টারটেনমেন্ট প্রযোজিত ‘হবু চন্দ্র রাজা, গবু চন্দ্র মন্ত্রী’ও। তার মধ্যেই বুধবার প্রযোজক-অভিনেতার ঘোষণা, সব ঠিক থাকলে চলতি বছরের দুর্গাপুজোয় মুক্তি পাবে বহু প্রতীক্ষিত ‘কিশমিশ’। রাহুল মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে আরও এক বার জুটি বাঁধছেন দেব-রুক্মিণী মৈত্র। এটি জুটির ষষ্ঠ ছবি।

Advertisement

‘কিশমিশ’-এর মুক্তির দিন ঘোষণার আগে আরও বড় খবর ফাঁস করেছেন সাংসদ-তারকা। আগামী দিনে প্রযোজনায় জুটি বাঁধতে চলেছেন বেঙ্গল টকিজের অতনু রায়চৌধুরীর সঙ্গে। কথাবার্তা যদিও প্রাথমিক স্তরে। তবে সব কিছু চূড়ান্ত হলে সেই ছবিতে আরও একবার পর্দা ভাগ করবেন রাজনৈতিক ভাবে দুই মেরুর দুই অভিনেতা মিঠুন চক্রবর্তী-দেব। নতুন ছবি পরিচালনা করবেন ‘টনিক’-এর পরিচালক অভিজিৎ সেন।

নেটপাড়া বলছে, বুধবার রাত ১১টার পরে টুইটারে ‘কিশমিশ’-এর টিজার পোস্ট করে এ কথা জানান অভিনেতা। দেবের এক অনুরাগী নেট মাধ্যমে তাঁর কাছে জানতে চেয়েছিলেন, ‘কিশমিশ কি এ বছরে মুক্তি পাবে না?’ উত্তরে দেব জানান, চলতি বছরের দুর্গাপুজোয় ‘কিশমিশ’ আসছে দর্শকদের মন জয় করতে।

Advertisement

বলিউডে প্রথম অভিনয় নিয়ে কিছু দিন আগেই আনন্দবাজার ডিজিটালের সঙ্গে কথা বলেছিলেন রুক্মিণী। বিপুল শাহের ‘সনক’-এ বিদ্যুৎ জামালের বিপরীতে অভিনয় করেছেন তিনি। তখনই জানিয়েছিলেন, তাড়াতাড়ি বলিউড সফর শেষ করে ফিরছেন কলকাতায়। হয়তো দিন ২ বিশ্রাম নিয়ে ফের শুরু করবেন ‘কিশমিশ’-এর শ্যুট।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement