নস্টালজিক দেব। ছবি: ইনস্টাগ্রাম।
সাল ২০১২ থেকে সাল ২০২৫! সেই লন্ডন ব্রিজ। সেই টেমস নদী। হু-হু করে সময় কেটে গেলেও স্মৃতিতে ধুলো পড়ত দেননি। উল্টে পুরনো জায়গায় ফিরে গিয়ে সব কিছু মনে পড়ে গিয়েছে তাঁর। শনিবার লন্ডন ব্রিজে ‘প্রজাপতি ২’-এর শুটিংয়ের ফাঁকে ছবি তোলার সময় দেবের স্মৃতিতে ১৩ বছর আগেকার ঘটনা টাটকা! ২০১২-য় মুক্তি পেয়েছিল তাঁর ছবি ‘চ্যালেঞ্জ ২’। রাজা চন্দের পরিচালনায় ছবির জনপ্রিয় গান ‘পুলিস চোরের প্রেমে পড়েছে’ এই লন্ডন ব্রিজেই শুট করেছিলেন পরিচালক, অভিনেতা এবং ছবির নায়িকা পূজা বন্দ্যোপাধ্যায়।
ছবিতে দেব পুলিস অফিসারের ভূমিকায় অভিনয় করেছিলেন। অনুরাগীদের সঙ্গে পুরনো স্মৃতি ভাগ করে নেওয়ার পাশাপাশি তাঁর আগামী ছবি ‘প্রজাপতি ২’-এ তাঁর অভিনীত চরিত্রেরও কি আভাস দিলেন তিনি? অভিজিৎ সেনের পরিচালনায় এই ছবিতে তিনি কি আবারও পুলিশ অফিসার? ছবি দেখে ইতিমধ্যেই কানাঘুষো শুরু টলিপাড়ায়। কারণ, এই ছবিতে দেবের ‘লুক’ অনেক বদলে গিয়েছে। তিনি ওজন কমিয়েছেন। তাতে আরও ধারালো দেখাচ্ছে তাঁকে। চোখে চশমা, বদলে গিয়েছে চুলের ছাঁদও।
সবিস্তার জানতে আনন্দবাজার ডট কম যোগাযোগ করার চেষ্টা করেছিল দেব, অভিজিৎ, ছবির প্রযোজক অতনু রায়চৌধুরীর সঙ্গে। এঁদের কারও সঙ্গে কথা বলা যায়নি। বদলে ‘চ্যালেঞ্জ ২’-এর শুটিংয়ের মজার কিছু গল্প শুনিয়েছেন। রাজার কথায়, “তিন দিন গানের শুটিং হয়েছিল। ভীষণ মজা করেছিলাম। গান তোলাতে গিয়ে আমি আর দেব শিক্ষকের ভূমিকা নিয়েছিলাম।” ছবি পরিচালনার পাশাপাশি রাজা এই গানটিও লিখেছিলেন। গানের দৃশ্যে অনেক বিদেশি অভিনেতা ‘ক্যামিও’ চরিত্রে অভিনয় করেছেন। এ বার তাঁরা বাংলা বলবেন কী করে? দেব আর রাজা মিলে তখন শিক্ষক। প্রত্যেককে ধরে ধরে গানের নির্দিষ্ট পংক্তির উচ্চারণ শিখিয়েছিলেন। তার পর গানের দৃশ্যে ঠোঁট মিলিয়েছিলেন সকলে।
রাজা আপ্লুত সে সব স্মৃতি দেব এখনও মনে রেখেছেন বলে।