Nusrat Jahan

‘নিখিল-নুসরতকে দেখানো উচিত ছিল’, বিতর্কিত বিজ্ঞাপন নিয়ে ট্রোলড তারকা দম্পতি

মুসলিম হয়ে জৈনকে বিয়ে করার পর থেকেই কট্টর মৌলবাদী এবং হিন্দু ধর্মগুরুদের রোষের মুখে নুসরত জাহান।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২০ ২০:০৫
Share:

নিখিল এবং নুসরত।

গয়না সংস্থার বিজ্ঞাপন নাকি ‘লভ জিহাদি’, ‘ধর্মগন্ধী’ । এই নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। কী কারণে এত শোরগোল? খুব সাধারণ ভাবে অতি জরুরি কথা দেখিয়ে ফেলেছে গয়না সংস্থা। হিন্দু মেয়ে মুসলিম ঘরের বউ হয়েও ‘সাধ’ খাচ্ছেন পরম আদরে। একুশ শতকে দাঁড়িয়েও এই উদারতা মেনে নিতে পারছেন না এক শ্রেণির নেটাগরিক। ফলাফল, বিজ্ঞাপন নিয়ে তুমুল সমালোচনা, বিতর্ক। তাঁদেরই একটা অংশ নতুন করে ফের টেনে আনলেন নুসরত জাহান এবং নিখিল জৈনের বিয়ের প্রসঙ্গ। সঙ্গে বাঁকা উক্তি, অন্যদের মডেল করার দরকারই ছিল না। যেখানে ‘রোল মডেল’ নিখিল-নুসরত রয়েছেন!

Advertisement

টুইটে ঠিক কী বলেছেন নেটাগরিক? হিন্দিতে সরাসরি তিনি আঙুল রেখেছেন সাংসদ-অভিনেত্রী আর ব্যবসায়ীর এই স্পর্শকাতর জায়গায়। নিখিল হার পরিয়ে দিচ্ছেন নুসরতকে এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, 'বিজ্ঞাপন প্রস্তুতকারীরা বড় ভুল করে ফেলেছেন। এখানে নিখিল জৈন এবং নুসরত জাহানকে দেখানো উচিত ছিল। আজ না হয় কাল, নুসরতও তো গর্ভধারণ করবেন!'

এই টুইট স্পষ্ট করে দিয়েছে, হিন্দু-মুসলিম ভেদ আজও চাপা স্রোতের মতোই বইছে দেশবাসীর শিরায় শিরায়।

Advertisement

মুসলিম হয়ে জৈনকে বিয়ে করার পর থেকেই কট্টর মৌলবাদী এবং হিন্দু ধর্মগুরুদের রোষের মুখে নুসরত জাহান। সিঁদুর, চুড়া, মঙ্গলসূত্র, শাড়ি পরে সংসদ ভবনে আসতেই নিন্দা, সমালোচনার ঝড় ওঠে তাঁকে নিয়ে। যদিও সাংসদ-অভিনেত্রী কোনও দিনই এসবে কান দেননি। উল্টে তিনি উপস্থিত থেকেছেন রথযাত্রায়। সোশ্যালে শুভেচ্ছা জানিয়েছেন সমস্ত হিন্দু উৎসবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন