Jaya Bachchan

‘পারিবারিক জীবনে অসুখী, মোদীর নামে যা খুশি তাই বলে যান’! জয়ার সমালোচনায় সরব মুকেশ খন্না

‘উনি কি চব্বিশ ঘণ্টা রেগে থাকেন?’ এ বার জয়া বচ্চনের সমালোচনায় মুখর মুকেশ খন্না। সরাসরি আঙুল তুললেন তাঁর ব্যক্তিগত জীবনের দিকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১৭:১৪
Share:

জয়া বচ্চনের সমালোচনায় মুকেশ খন্না। ছবি: সংগৃহীত।

বিতর্কে জয়া বচ্চন। ছবিশিকারিদের দেখলেই মেজাজ হারান বর্ষীয়ান অভিনেত্রী। ক্যামেরা দেখলেই মেজাজ সপ্তমে। সম্প্রতি তাঁর রক্তচক্ষু দেখলেন তাঁর দলেরই এক কর্মী। অভিনেত্রীর পাশে দাঁড়িয়ে নিজস্বী তোলার চেষ্টা করেছিলেন ওই ব্যক্তি। সে দিকে নজর পড়তেই তাঁর দিকে চোখ পাকিয়ে তাকান জয়া। তার পর জোরে ধাক্কা দিয়ে সরিয়ে দেন। সেই ভিডিয়ো ঘিরে বিতর্কের ঝড় বইছে নানা মহলে। কেউ কেউ বলেছেন একজন সাংসদ হয়ে এমন আচরণ কি আদৌ শোভন! কেউ প্রশ্ন তোলেন, ‘উনি কি চব্বিশ ঘণ্টা রেগে থাকেন?’ এ বার জয়া বচ্চনের সমালোচনায় মুকেশ খন্নাও। সরাসরি আঙুল তুললেন তাঁর ব্যক্তিগত জীবনের দিকে।

Advertisement

একজন বুনো ওল, তো অন্য জন বাঘা তেঁতুল। জয়া বচ্চনের মেজাজ সম্পর্কে যেমন সকলেই ওয়াকিবহাল, তেমনই মুকেশ খন্নার মুখের ভাষা নিয়ে রয়েছে নানা জনের নানা মত। এ বার জয়ার ভাইরাল ভিডিয়ো নিয়ে মুখ খুললেন মুকেশ। প্রথমত তাঁর আপত্তি জয়া রাজ্যসভায় নরেন্দ্র মোদীকে নিয়ে যা যা বলেন, তা নিয়ে। সে সব রাজনৈতিক মন্তব্য নাকি মোটেও পছন্দ নয় মুকেশের। পাশপাশি অভিনেতা বলেন, ‘‘আজকাল উনি যে ভাবে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে, ন্যূনতম সম্মান থাকে না। এদের জন্য তো বেঁচে আছে। আমার মনে হয় পারিবারিক জীবনে বড্ড অসুখী। তাই রাজ্যসভায় গিয়ে মোদীর নামে যা পারেন বলেন। সেটা আমার ভাল লাগে না।’’

অভিনেত্রী-সাংসদ কঙ্গনা রনৌতও এই বিতর্কে মুখ খুলেছিলেন। বিতর্কিত ঘটনার দিন জয়ার পরনে ছিল হালকা লাল রঙের শাড়ি ও ব্লাউজ়। আর মাথায় একই রঙের সমাজবাদী পার্টির টুপি। মাথার টুপি দেখে কঙ্গনা বলেছেন, “মানুষ ওঁর বোকা বোকা বদমেজাজ সহ্য করেন, শুধুমাত্র ইনি অমিতাভ বচ্চনজির স্ত্রী বলে। ওঁর মাথার এই টুপি দেখতে লাগছে মোরগের ঝুঁটির মতো। আর ঝগড়া করার সময়ে ওকে দেখতে লাগছে মারকুটে মোরগের মতো। কী অপমানজনক এবং লজ্জাজনক!”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement