Bollywood Controversy

‘মেয়ের খুব যত্ন করে জামাই’, বিচ্ছেদের পরেও ফরদীনের কোন গুণে মুগ্ধ প্রাক্তন শাশুড়ি মুমতাজ়?

১৮ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন ফরদীন খান এবং নতাশা মাধবানী। কিন্তু বিচ্ছেদের পরেও তাঁদের বন্ধন এখনও অটুট।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ ডিসেম্বর ২০২৫ ১৫:৩৯
Share:

মুমতাজ় মুগ্ধ প্রাক্তন জামাই ফরদীনের কোন গুণে? ছবি: সংগৃহীত।

বলিপাড়ায় বিচ্ছেদের ঘটনা মাঝেমাঝেই শুনতে পাওয়া যায়। এমনকি বিচ্ছেদের পরে স্বামী-স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকার খবরও এখন খুব সাধারণ। এই আবহেই অভিনেত্রী মুমতাজ় নিজের মনের ইচ্ছা প্রকাশ করে ফেললেন জনসমক্ষে। অভিনেত্রী চান সব পার্থক্য ভুলে মেয়ে নতাশা মাধবানী এবং জামাই ফরদীন খান আবার যেন একসঙ্গে সংসার পাতেন।

Advertisement

১৮ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁরা। শোনা যায়, দুই সন্তানকে কোথায় পড়াশোনা করাবেন, তা নিয়ে মতানৈক্য। তার পরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নেন দু’জনে। যদিও খাতায় কলমে বিচ্ছেদ হলেও তাঁদের সম্পর্ক আগের মতোই আছে, জানিয়েছেন মুমতাজ়। সম্প্রতি এক সাক্ষাৎকারে, তাঁর জামাই-মেয়ের দাম্পত্যের প্রসঙ্গ ওঠে। তখনই প্রবীণ অভিনেত্রী বলেন, “ফরদীন খুব ভাল ছেলে। ওর মতো ভাল মানুষ আমি খুব কম দেখেছি। বিচ্ছেদ হলেও আমার মেয়েকে এখনও খুব যত্নে রাখে। ওদের খেয়াল রাখে। একেবারে ফুলের মতো আগলে রেখেছে দুই সন্তান এবং নতাশাকে।”

অনেক ক্ষেত্রেই শোনা যায়, বিয়ে ভাঙার পরে স্বামী-স্ত্রী পরস্পরের সঙ্গে সময় কাটাতে খুব একটা ভালবাসেন না। কিন্তু ফরদীনের ক্ষেত্রে ব্যাপারটা একেবারেই উল্টো। এখন দুই ছেলে, মেয়েকে নিয়ে নতাশা থাকেন লন্ডনে। আর অভিনেতা মুম্বইয়েই রয়েছেন। তবে বছরে বেশ কয়েক বার মুম্বই থেকে লন্ডনে যান তিনি পরিবারের সঙ্গে সময় কাটাতে। মুমতাজ় জানান, কিছু দিন আগে যখন নতাশা অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন বহু বার মুম্বই থেকে লন্ডনে যাতায়াত করেছেন ফরদীন। তাই অভিনেতার প্রাক্তন শাশুড়ি বলেন, “বিচ্ছেদ হলেও ওরা একে অপরের জন্য খুবই চিন্তা করে। ঈশ্বরের কৃপায় আবার যদি ওরা সংসার পাতে, তা হলে মন্দ হয় না।” যদিও নিজেদের দাম্পত্য নিয়ে প্রকাশ্যে এখনও কোনও কথা বলেননি ফরদীন এবং নতাশা। ওজন ঝরিয়ে আবার শুটিংয়ে ফিরেছেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement