ধর্মেন্দ্রের মৃত্যুতে হেমার জন্য দুঃখিত মুমতাজ়। ছবি: সংগৃহীত।
মুমতাজ় ও ধর্মেন্দ্র জুটি একসময় বলিউডে একের পর এক হিট ছবি উপহার দিয়েছে। ধর্মেন্দ্রের অসুস্থতার খবর পেয়ে হাসপাতালে গিয়েছিলেন তাঁর একসময়ের নায়িকা। অভিনেতাকে শেষবার চোখের দেখা দেখে আসেন। তার দিনকয়েকের মধ্যেই মৃত্যু হয় অভিনেতার। ধর্মেন্দ্রের মৃত্যুতে হেমা মালিনীর প্রতি দুঃখ প্রকাশ করলেন মুমতাজ়।
২০২১ সালে ধর্মেন্দ্রের সঙ্গে তাঁর বাড়িতে শেষ বার দেখা হয় অভিনেত্রীর। মুমতাজ়ের এখনও মনে রয়েছে সেই সাক্ষাৎ। অভিনেত্রী বলেন, ‘‘কী সুন্দর ছিল সে দিনটা।’’ সেই সময়ে অভিনেতার প্রথম স্ত্রীর সঙ্গে দেখা হয় অভিনেত্রীর। মুমতাজ়ের কথায়, ‘‘খুব ভাল ব্যবহার করেছিলেন। আমাদের জলখাবার দেন। যখন হাসপাতালে অভিনেতা ভর্তি ছিলেন, তখনও কী সুন্দর লাগছিল! ভেবেছিলাম সুস্থ হয়ে যাবে।’’
যদিও অভিনেতার মৃত্যুতে হেমার জন্য দুঃখিত মুমতাজ় বলেন, ‘‘হেমার জন্য ভীষণ খারাপ লাগছে। কারণ এই একটামাত্র পুরুষকেই সারাজীবন ভালবেসেছে হেমা। ওর জীবনে যে শূন্যতা তৈরি হল, সেটা ভাষায় বোঝানো যাবে না।’’