Shah Rukh Khan on Aryan Khan

‘আমার ছেলেকে আমি তারকা হতেই দেব না’, আরিয়ানকে নিয়ে কেন এমন মন্তব্য করেন শাহরুখ?

‘দিলওয়ালে’ ছবিমুক্তির আগে এক সাক্ষাৎকারে, শাহরুখ এমন একটি মন্তব্য করেছিলেন। কিন্তু সেই মন্তব্য ফের আলোচনায় উঠে এসেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ ডিসেম্বর ২০২৫ ১৯:২৪
Share:

কেন আরিয়ানকে নিয়ে শাহরুখ এমন বলেছিলেন? ছবি: সংগৃহীত।

২০২৫ সালটি আরিয়ান খানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাঁর পরিচালিত প্রথম ওয়েব সিরিজ় ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সাড়া ফেলে ওটিটি দুনিয়ায়। শাহরুখ-পুত্র হলেও রাতারাতি নিজস্ব পরিচিতি তৈরি করেছেন আরিয়ান। কিন্তু একসময়ে শাহরুখ জানিয়েছিলেন, তিনি কখনওই পুত্রকে তারকা হতে দেবেন না।

Advertisement

‘দিলওয়ালে’ ছবিমুক্তির আগে এক সাক্ষাৎকারে, শাহরুখ এমনই একটি মন্তব্য করেছিলেন। কিন্তু সেই মন্তব্য ফের আলোচনায় উঠে এসেছে। কেন এমন মন্তব্য করেছিলেন শাহরুখ? অতীতে আর একটি সাক্ষাৎকারে শাহরুখ মন্তব্য করেছিলেন, পুত্র আরিয়ান যত দিন না তারকা হয়ে উঠছেন, তত দিন যেন তাঁর নিজের খ্যাতি বজায় থাকে।

‘দিলওয়ালে’ ছবিমুক্তির আগের সেই সাক্ষাৎকারে এই মন্তব্য নিয়ে প্রশ্ন করা হয়েছিল শাহরুখকে। প্রথমে তিনি এই মন্তব্যের কথা স্বীকারই করেননি। দ্বিতীয়ত, কথাপ্রসঙ্গে তিনি বলে বসেন, “আমি আমার পুত্রকে কখনও আমার মতো তারকা হতেই দেব না।” আগের মন্তব্যের পিছনে যুক্তি দিতে গিয়ে এই মন্তব্য করেছিলেন শাহরুখ।

Advertisement

পরে অবশ্য শাহরুখ জানিয়েছিলেন, তিনি মজা করে অনেক সময়ে নানা রকমের মন্তব্য করে থাকেন। সেটাকে মজা হিসাবেই সকলের গ্রহণ করা উচিত। এর মধ্যে কোনও গভীর অর্থ না খোঁজাই সমীচীন।

উল্লেখ্য, আরিয়ান ইতিমধ্যেই তারকা পরিচালকের তকমা পেয়ে গিয়েছেন। যদিও তাঁর সিরিজ়ের অভিনেতাদের অধিকাংশের দাবি, আরিয়ান মাটির মানুষ। তারকাসন্তান হওয়ার বিন্দুমাত্র চিহ্ন নেই তাঁর মধ্যে। সকলের সঙ্গে হাসিখুশি ভাবে কাজ করতে ভালবাসেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement