প্রত্যুষা মামলায় মুখ খুললেন নতুন রহস্যময়ী

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি। এর মধ্যেই এই মৃত্যু প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রত্যুষা-রাহুলের ঘনিষ্ঠ বান্ধবী জ্যাজ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ মে ২০১৬ ১১:২৬
Share:

অভিনেত্রী প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু রহস্যের এখনও সমাধান হয়নি। এর মধ্যেই এই মৃত্যু প্রসঙ্গে চাঞ্চল্যকর মন্তব্য করলেন প্রত্যুষা-রাহুলের ঘনিষ্ঠ বান্ধবী জ্যাজ।

Advertisement

একটি ইংরেজি দৈনিকে দেওয়া সাক্ষাত্কারে জ্যাজ জানিয়েছেন, মৃত্যুর আগের রাতে অভিনেত্রী আসলে তাঁর বয়ফ্রেন্ড-এর সঙ্গে মজা করছিলেন। তাঁর অনুমান, সেই মজা করতে গিয়েই হয়তো মৃত্যু হয়েছে প্রত্যুষার। জ্যাজ আরও জানিয়েছেন, ঘটনার আগের রাতে তিনি এবং রাহুল-প্রত্যুষা ওই ফ্ল্যাটেই একসঙ্গে প্রায় ভোররাত পর্যন্ত পার্টি করেন। বিয়ে নিয়ে প্রত্যুষা খুব খুশি ছিলেন বলেও জানিয়েছেন তিনি। তাঁর মতে, প্রত্যুষা কোনও ভাবেই আত্মহত্যা করতে পারেন না।

এই মৃত্যুরহস্য প্রসঙ্গে সকলেই এখনও রাহুলকে দায়ী করলেও জ্যাজ তা মানতে নারাজ। তিনি চান, যত তাড়াতাড়ি সম্ভব সত্যিটা সামনে আসুক।

Advertisement

কিন্তু কে এই বলি পাড়ার রহস্যময়ী?

জ্যাজ নিজে একজন বি-টাউনের স্ট্রাগলিং অভিনেত্রী। সানি লিওনের ‘বেইমান লভ’-এর মাধ্যমে বড় পর্দায় এন্ট্রি হবে তাঁর। প্রশ্ন উঠছে, প্রত্যুষার মৃত্যুর এতদিন পরে কেন জ্যাজ মুখ খুললেন? যদিও এর কোনও উত্তর পাওয়া যায়নি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement