(বাঁ দিক থেকে) সমান্থা রুথ প্রভু, নাগ চৈতন্য, শোভিতা ধূলিপালা। ছবি: সংগৃহীত।
চলতি বছরের ১ ডিসেম্বর দ্বিতীয় বার বিয়ে করেছেন অভিনেত্রী সমান্থা রুথ প্রভু। তার তিন দিন পরেই প্রথম বিবাহবার্ষিকী পালন করেন নাগ চৈতন্য ও তাঁর বর্তমান স্ত্রী শোভিতা ধূলিপালা। এ বার নতুন গুঞ্জন, বাবা-মা হতে চলেছেন নাগ ও শোভিতা! সত্যি কি তা-ই? ছেলে ও পুত্রবধূর হয়ে উত্তর দিলেন নাগার্জুন।
সম্প্রতি একটি অনুষ্ঠানে নাগার্জুনকে জিজ্ঞাসা করা হয়, তিনি কি দাদু হতে চলেছেন? প্রশ্ন শুনে সেই প্রসঙ্গ একপ্রকার এড়িয়ে যেতে চাইছিলেন নাগার্জুন। শুধু তা-ই নয়, অভিনেতা খানিক অস্বস্তিতেও পড়েন। যদিও খানিক চুপ থেকে পরে বলেন, ‘‘যখন সঠিক সময় আসবে, আমরা নিশ্চয়ই জানাব।’’ অনুরাগীদের কথায়, সন্তান আসার খবরে অভিনেতা সিলমোহর যেমন দেননি, তেমনই পুরোপুরি অস্বীকারও করেননি।
নাগের সঙ্গে শোভিতার বিয়ে হয়েছে ২০২৪ সালে। কিন্তু, এত দিন বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনেননি শোভিতা। গত ৪ ডিসেম্বর, তাঁদের বিয়ের এক বছর পূর্ণ হয়। আবার, এই মাসেই বিয়ে সেরেছেন নাগের প্রাক্তন স্ত্রী সমান্থা। এর পরেই নাগ ও শোভিতার বিয়ের বিভিন্ন মুহূর্ত ছড়িয়ে পড়ে সমাজমাধ্যমে। শোভিতা জানান, নাগকে ছাড়া তিনি সম্পূর্ণ নন। তিনি ও নাগ, দু’জনেই মানুষ হিসাবে পরিপূর্ণ।