Entertainment News

নাসিরুদ্দিনের ‘হোপ অওর হাম’-এর প্রথম ঝলক

ছবিতে রয়েছেন বলিউডের তাবড় অভিনেতারা। নাসিরুদ্দিন শাহের সঙ্গে দেখা যাবে সোনালি কুলকার্নি, কবীর সাজিদ, নবীন কস্তুরিয়া এবং আমির বশিরের মতো অভিনেতাদের।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৭ এপ্রিল ২০১৮ ১৪:৫১
Share:

‘হোপ অওর হাম’-এর প্রথম ঝলক। ছবি— সংগৃহীত।

তিন প্রজন্মের গল্প। বিজ্ঞাপন নির্মাতা সুদীপ বন্দ্যোপাধ্যায় এ বার তিন প্রজন্মের নানা ইমোশানকেই ক্যামেরাবন্দি করে পর্দায় নিয়ে আসছেন। ছবির নাম ‘হোপ অওর হাম’। হ্যাঁ, নামের পাশাপাশি চিত্রনাট্যেও চমক রয়েছে বলে দাবি ছবি নির্মাতাদের।

Advertisement

শ্রীবাস্তব পরিবারের টুকরো টুকরো গল্পই ছবির মূল আকর্ষণ। পরিবারের সবচেয়ে প্রবীণ সদস্য নাগেশ। সেই চরিত্রে দেখা যাবে নাসিরুদ্দিন শাহকে। ট্র্যাডিশন না আধুনিকতা? এর মাঝে পড়েই নানা পরিবারে বিভিন্ন সমস্যার সৃষ্টি। তিন প্রজন্মের মানুষের মিলিত চেষ্টায় শেষ পর্যন্ত কি সমাধানসূত্র মিলবে?

থাম্বনেল পিকচার্স প্রযোজিত এবং পিভিআর পিকচার্স পরিবেশিত এই ছবি মুক্তি পাওয়ার কথা আগামী ১১ মে। প্রকাশ্যে এসেছে সেই ছবির প্রথম ঝলক। মুক্তি পেয়েছে পোস্টারও। ছবির প্রথম ঝলক কিন্তু বেশ নজর কেড়েছে দর্শকদের।

Advertisement

আরও পড়ুন, দেখুন ‘পিউপা’র টিজার, এ বার মুক্তির অপেক্ষা

আরও পড়ুন, ‘মনসুন মেলডিস’ নিয়ে আসছেন প্রিয়ম-অংশু

ছবিতে রয়েছেন বলিউডের তাবড় অভিনেতারা। নাসিরুদ্দিন শাহের সঙ্গে দেখা যাবে সোনালি কুলকার্নি, কবীর সাজিদ, নবীন কস্তুরিয়া এবং আমির বশিরের মতো অভিনেতাদের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement