national film awards

National Film Awards 2022: জাতীয় চলচ্চিত্র পুরস্কার: সেরা সিনেমাটোগ্রাফার সুপ্রতিম ভোল, সেরা বাংলা ছবি ‘অভিযাত্রিক’

৬৮ তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ঘোষণা। সেরা ছবি ‘সুরারাই পোত্রু’। জনপ্রিয় ছবির তকমা পেল ‘তনহাজী’। সেরা অভিনেতা দু'জন।

Advertisement

সংবাদ সংস্থা

নয়া দিল্লি শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:৪৪
Share:

সেরা বাংলা ছবির শিরোপা ‘অভিযাত্রিক’কে

শুধু মূল বিষয়গুলি
শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:২৭ key status

পার্শ্বচরিত্রে কারা সেরা?

মালয়ালম ছবি ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’-এর জন্য সেরা সহ-অভিনেতা নির্বাচিত হয়েছেন বিজু মেনন। অন্য দিকে লক্ষ্মীপ্রিয়া চন্দ্রমৌলী তাঁর তামিল ছবির জন্য জিতে নিলেন সেরা সহ-অভিনেত্রীর তকমা। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:২১ key status

সেরা পরিচালক

মরণোত্তর সেরা পরিচালকের শিরোপা পেলেন মালয়ালম পরিচালক সচ্চিদানন্দ কে আর। ‘এ কে আয়াপ্পানাম কোশিয়াম’ ছবির জন্য এই বিশেষ সম্মান। 

Advertisement
শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৮:০২

সেরা অভিনেত্রী

দক্ষিণী ছবি ‘সুরারাই পোত্রু’-র অভিনেত্রী অপর্ণা বালামুরালি সেরা অভিনেত্রী নির্বাচিত হয়েছেন। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:৪৪ key status

সেরা ছবির নাম

বিচারকদের পছন্দে সেরা ছবি ‘সুরারাই পোত্রু’। সেরা জনপ্রিয় ছবি ‘তনহাজী’। 

Advertising
Advertising
শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:৪২ key status

সেরা হিন্দি ছবি ‘জুনিয়র তুলসীদাস’

সেরা হিন্দি ছবির তকমা পেল ‘জুনিয়র তুলসীদাস’। এ ছবির শিশু-অভিনেতা বরুণ বুদ্ধদেব বিশেষ বিশেষ জুরি পুরস্কার জিতে নিয়েছে। 

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:৪১ key status

সেরা অভিনেতা দু’জন

সেরা অভিনেতা নির্বাচিত হলেন অজয় দেবগণ এবং দক্ষিণী তারকা সুরিয়া।

শেষ আপডেট: ২২ জুলাই ২০২২ ১৭:৪১ key status

সেরা বাংলা ছবি অভিযাত্রিক

২০২২ জাতীয় চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানে সেরা বাংলা ছবির শিরোপা পেল শুভ্রজিৎ মিত্র পরিচালিত ‘অভিযাত্রিক’। বিভুতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত অপরাজিত উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবি বিচারকদের মন জিতে নিয়েছে। মুখ্য চরিত্রে অভিনয় করেছেন অর্জুন চক্রবর্তী ও দিতিপ্রিয়া রায়। একই ছবির জন্য সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতেছেন সুপ্রতিম ভোল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও পড়ুন
Advertisement