নভ্যাকে নিয়ে শাশুড়ি-বৌমার ঝগড়া?

কখনও বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি, কখনও বা খোলামেলা পোশাক— এ সব নিয়েই এখন শিরোনামে নভ্যা নভেলি নন্দা। কিন্তু এটা না পসন্দ দিদিমা জয়া বচ্চনের। তাঁর মনে হচ্ছে, এ সব করে নভ্যা বচ্চন পরিবারের সম্মান হানি করছেন। তাই নাতনিকে একটু শাসন করতে চেয়েছিলেন। আর এতেই বাধ সেধেছেন নভ্যার মামি ঐশ্বর্যা রাই বচ্চন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৬ ১৩:০০
Share:

কখনও বন্ধুদের সঙ্গে উদ্দাম পার্টি, কখনও বা খোলামেলা পোশাক— এ সব নিয়েই এখন শিরোনামে নভ্যা নভেলি নন্দা। কিন্তু এটা না পসন্দ দিদিমা জয়া বচ্চনের। তাঁর মনে হচ্ছে, এ সব করে নভ্যা বচ্চন পরিবারের সম্মান হানি করছেন। তাই নাতনিকে একটু শাসন করতে চেয়েছিলেন। আর এতেই বাধ সেধেছেন নভ্যার মামি ঐশ্বর্যা রাই বচ্চন। তাঁর দাবি নভ্যকে কেয়ার-ফ্রি জীবনযাপন করতে দেওয়াই উচিত্। বি-টাউনে জোর গুঞ্জন, এ নিয়েই নাকি এখন শাশুড়ি-বৌমা বিরোধ চরমে!

Advertisement

বেশ কিছুদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সময় নভ্যা তাঁর বোল্ড ছবি পোস্ট করছেন। কখনও বাথরুম সেলফি, কখনও বা বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তের ছবিও পোস্ট করেন। সম্প্রতি নকল ‘বুবস’ লাগিয়ে সে ছবিও পোস্ট করেছেন। যা নিমেষে ভাইরাল হয়ে যায়।

এই ইস্যুতে জয়া নিজের আপত্তির কথা জানিয়ে নভ্যাকে শাসন করতে গেলে ঐশ্বর্যা বলেন, পরিবারের ঐতিহ্যের দোহাই দিয়ে কখনওই নভ্যাকে আটকে রাখা উচিত্ নয়। সেখান থেকেই দ্বন্দ্বের সূত্রপাত। শোনা যায় ননদের থেকে তাঁর মেয়ের সঙ্গেই বেশি ঘনিষ্ঠ অ্যাশ। তাই তাঁর পাশে যে তিনি থাকবেন, এটাই স্বাভাবিক। তবে বৌমার কথা মেনে নিয়ে জয়াও নভ্যাকে সাপোর্ট করবেন কী না সেটাই এখন দেখার।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement