Neel Bhattacharya

মাতৃদিবসে রক্তদান, এলেন নীল-তৃণা

বিশ্বজুড়ে করোনা ত্রাস। প্রতিটি দেশ তার মতো করে মুক্তি চাইছে এই মারণ সংক্রমণ থেকে। ব্যতিক্রম নয় ভারতও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ মে ২০২১ ১৮:১২
Share:

নীল-তৃণা।

মাতৃ দিবসে নিজের মায়ের পাশাপাশি সবাই বিশ্বের সমস্ত মাকে কুর্নিশ করেছেন। নীল ভট্টাচার্য, তৃণা সাহা এগিয়ে এসেছেন 'ধরিত্রী মা'-কে রক্ষা করতে। রুক্মিণী মৈত্র, স্বস্তিকা মুখোপাধ্যায়ের মতোই তারকা দম্পতিও রক্ত দিলেন বিশেষ দিনে। একই সঙ্গে অনুরাগীদের আহ্বান জানালেন, মহৎ উদ্দেশে সামিল হওয়ার জন্য। রক্তই পারে মানুষের জীবন বাঁচাতে। নীল তাঁর ইনস্টাগ্রামে এই বার্তা ছড়িয়ে দিতেই ৪৫ হাজারেরও বেশি নেটাগরিক সমর্থন জানিয়েছেন তাঁকে।

Advertisement

বিশ্বজুড়ে করোনা ত্রাস। প্রতিটি দেশ তার মতো করে মুক্তি চাইছে এই মারণ সংক্রমণ থেকে। ব্যতিক্রম নয় ভারতও। আবার খোলা হাওয়ায় শ্বাস নেওয়ার স্বপ্ন বাস্তব করতে এগিয়ে এসেছেন দেশের প্রতিটি মানুষ। বাদ নেই তারকারাও। ইতিমধ্যেই নানা ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মৈনাক বন্দ্যোপাধ্যায়, অনিন্দিতা রায়চৌধুরী, অরিজিৎ চট্টোপাধ্যায় সহ বহু তারকা। বিবাহবার্ষিকীর দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ত্রাণ তহবিলে নির্দিষ্ট পরিমাণ অর্থ দানের কথা ঘোষণা করেছেন জিতু কমল, নবনীতা দাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement