Entertainment News

কাজ চাইছেন নীনা গুপ্তা, ইঙ্গিত কি সেই নেপোটিজমের দিকেই?

নীনার পোস্টে কমেন্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন, নীনার বক্তব্য পড়ে তিনি ‘ইন্সপায়ার্ড।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৭ ১৭:০৬
Share:

নীনা গুপ্তা।— ফাইল চিত্র।

বলিউডের সাম্প্রতিক ইস্যু অর্থাত্ ‘নেপোটিজম’-এর চাকে ঢিলটা মেরেই ফেললেন তিনি। তিনি অর্থাত্ নীনা গুপ্তা। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে অন্য ঘরানার নাম।

Advertisement

তবে সরাসরি নীনা নন। বরং ঢিলটা মোক্ষম ছুড়েছেন নীনার কন্যা ফ্যাশন ডিজাইনার মাসাবা গুপ্তা। সম্প্রতি নীনা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে লেখেন, ‘আমি মুম্বইতে থাকি, কাজ করি, ভাল অভিনয় করি। ভাল চরিত্রের খোঁজ করছি।’

আরও পড়ুন, নেপোটিজম রকস্ ! সোশ্যাল মিডিয়া কিন্তু কঙ্গনার পাশে

Advertisement

নীনার সেই পোস্ট শেয়ার করেন মাসাবা। তিনি লেখেন ‘আমি কখনও কারও কাছে কাজ চাইতে পারি না। কারণ আমার মা তা শেখায়নি। এটা ব‌ংশগত। আমার ৬২ বছরের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী মা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছেন। মা বলেন আমাকে কাজ করতেই হবে। কাজ কখনও বুড়ো হতে দেয় না। মেয়েরা কখনও বয়স জানাতে চায় না। মা কিন্তু বয়সটা লিখেছে। মায়ের বিরুদ্ধে অনেকের অভিযোগ মা নাকি একদম জনসংযোগ করে না। কিন্তু মা বলে আমি ভাল কাজ করি। সেটাই আমার জনসংযোগ। এটাই বোধহয় ভাল মনের একটা ম্যাজিক। গোটা পৃথিবী তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। আমি শুধু মাকে একটাই কথা বলি এমন কারও সঙ্গে কাজ করো না যাঁরা তোমাকে সম্মান দিতে পারবে না। মা আমাকে বলেন কাজের ক্ষেত্রে তুমি কারও মেয়ে বউ বোন নও। কাজ করেই নিজেকে প্রমাণ কর।’ (_) নীনার পোস্টে কমেন্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন নীনার বক্তব্য পড়ে তিনি ‘ইন্সপায়ার্ড।’ হবে নাই বা কেন? যেখানে কর্ণ জোহর সইফ আলি খানরা স্বজনপোষণ ইস্যুতে বলিউড কাঁপিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াতসহ একাধিক তারকাদের ব্যঙ্গ বিদ্রুপে কোণঠাসা করছেন সেখানে মা হিসেবে মাসাবাকে নীনা যা বলেছেন তা যেন তথাকথিত নেপোটিজমপন্থীদের গালে সপাট থাপ্পড়ই বটে! অন্তত বলি মহলের একটা বড় অংশের ইঙ্গিত সে দিকেই। ' ' ' ' ' ' ' ' ' ' ' ' & ' ' ' ' & ♥️😁♥️ _ 🍒

(_)

নীনার পোস্টে কমেন্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন নীনার বক্তব্য পড়ে তিনি ‘ইন্সপায়ার্ড।’ হবে নাই বা কেন? যেখানে কর্ণ জোহর সইফ আলি খানরা স্বজনপোষণ ইস্যুতে বলিউড কাঁপিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াতসহ একাধিক তারকাদের ব্যঙ্গ বিদ্রুপে কোণঠাসা করছেন সেখানে মা হিসেবে মাসাবাকে নীনা যা বলেছেন তা যেন তথাকথিত নেপোটিজমপন্থীদের গালে সপাট থাপ্পড়ই বটে! অন্তত বলি মহলের একটা বড় অংশের ইঙ্গিত সে দিকেই।

' ' ' ' ' ' ' ' ' ' ' ' & ' ' ' ' & ♥️😁♥️ _

🍒

নীনার সেই পোস্ট শেয়ার করেন মাসাবা। তিনি লেখেন ‘আমি কখনও কারও কাছে কাজ চাইতে পারি না। কারণ আমার মা তা শেখায়নি। এটা ব‌ংশগত। আমার ৬২ বছরের জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী মা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছেন। মা বলেন আমাকে কাজ করতেই হবে। কাজ কখনও বুড়ো হতে দেয় না। মেয়েরা কখনও বয়স জানাতে চায় না। মা কিন্তু বয়সটা লিখেছে। মায়ের বিরুদ্ধে অনেকের অভিযোগ মা নাকি একদম জনসংযোগ করে না। কিন্তু মা বলে আমি ভাল কাজ করি। সেটাই আমার জনসংযোগ। এটাই বোধহয় ভাল মনের একটা ম্যাজিক। গোটা পৃথিবী তোমাকে ফিরিয়ে দিতে পারবে না। আমি শুধু মাকে একটাই কথা বলি এমন কারও সঙ্গে কাজ করো না যাঁরা তোমাকে সম্মান দিতে পারবে না। মা আমাকে বলেন কাজের ক্ষেত্রে তুমি কারও মেয়ে বউ বোন নও। কাজ করেই নিজেকে প্রমাণ কর।’ (_) নীনার পোস্টে কমেন্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন নীনার বক্তব্য পড়ে তিনি ‘ইন্সপায়ার্ড।’ হবে নাই বা কেন? যেখানে কর্ণ জোহর সইফ আলি খানরা স্বজনপোষণ ইস্যুতে বলিউড কাঁপিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াতসহ একাধিক তারকাদের ব্যঙ্গ বিদ্রুপে কোণঠাসা করছেন সেখানে মা হিসেবে মাসাবাকে নীনা যা বলেছেন তা যেন তথাকথিত নেপোটিজমপন্থীদের গালে সপাট থাপ্পড়ই বটে! অন্তত বলি মহলের একটা বড় অংশের ইঙ্গিত সে দিকেই। ' ' ' ' ' ' ' ' ' ' ' ' & ' ' ' ' & ♥️😁♥️ _ 🍒

(_)

নীনার পোস্টে কমেন্ট করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। তিনি জানিয়েছেন নীনার বক্তব্য পড়ে তিনি ‘ইন্সপায়ার্ড।’ হবে নাই বা কেন? যেখানে কর্ণ জোহর সইফ আলি খানরা স্বজনপোষণ ইস্যুতে বলিউড কাঁপিয়ে দিচ্ছেন কঙ্গনা রানাওয়াতসহ একাধিক তারকাদের ব্যঙ্গ বিদ্রুপে কোণঠাসা করছেন সেখানে মা হিসেবে মাসাবাকে নীনা যা বলেছেন তা যেন তথাকথিত নেপোটিজমপন্থীদের গালে সপাট থাপ্পড়ই বটে! অন্তত বলি মহলের একটা বড় অংশের ইঙ্গিত সে দিকেই।

' ' ' ' ' ' ' ' ' ' ' ' & ' ' ' ' & ♥️😁♥️ _

🍒

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন