Deepika Padukone

একাধিক অভিনেত্রীর সঙ্গে সম্পর্ক! রণবীর ‘প্রতারণা’ করতেন, শোনামাত্র কী বলেছিলেন মা নীতু কপূর

দীপিকার সঙ্গে থাকাকালীনই নাকি ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। তার পরে আরও বেশ কিছু নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতার খবর ছড়ায় রণবীরের। কিন্তু মানতে নারাজ মা নীতু। ছেলেকে সকলে ‘প্রতারক’ বলতে শুরু করলে কী সাফাই দেন মা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৬
Share:

ছেলে রণবীরকে নিয়ে নিন্দা মন্দ হতেই গর্জে উঠলেন নীতু? ছবি: সংগৃহীত।

‘বচনা অ্যায় হাসিনো’ ছবির সেটে একসঙ্গে কাজ করার সময় প্রেমের সূত্রপাত হয়েছিল দীপিকা পাড়ুকোন ও রণবীর কপূরের মধ্যে। সেই সম্পর্কের আয়ু খুব বেশি দিন না হলেও তা নিয়ে বলিপাড়ায় কম চর্চা হয়নি।

Advertisement

রণবীরের প্রেমে এতটাই মজেছিলেন দীপিকা যে, তাঁর নামের আদ্যক্ষর নিজের ঘাড়ে ট্যাটু পর্যন্ত করিয়ে ফেলেছিলেন নায়িক। এত কিছুর পরেও নাকি মন পাননি দীপিকা। অভিযোগ, রণবীর নাকি ঠকিয়েছেন তাঁকে। দীপিকার সঙ্গে প্রেম ভাঙার পর থেকে ‘ক্যাসানোভা’ তকমা পান রণবীর। শোনা যায়, দীপিকার সঙ্গে থাকাকালীনই ক্যাটরিনার সঙ্গে সম্পর্কে জড়ান রণবীর। তার পরে আরও বেশ কিছু নায়িকার সঙ্গে ঘনিষ্ঠতার খবর ছড়ায় রণবীরের। কিন্তু মানতে নারাজ মা নীতু।

দীপিকা-রণবীরের প্রেমটা বেশ তিক্ততার মধ্যে দিয়েই ভেঙেছিল। এর পরে কঠিন একটা সময়ের মধ্যে দিয়ে যেতে হয় অভিনেত্রীকে। সেই সময় রণবীরকে নিয়ে কটুকথা বলতে কুণ্ঠা বোধ করেননি দীপিকা। রণবীরের সঙ্গে বিচ্ছেদের পরে কর্ণ জোহরের ‘কফি উইথ কর্ণ’-এর কফি আড্ডায় গিয়েছিলেন দীপিকা। সঙ্গে ছিলেন সোনম কপূর। সোনমের সঙ্গেও নাকি একটা সময় প্রেম পর্ব হয় রণবীরের।

Advertisement

ওই অনুষ্ঠানেই দীপিকা মন্তব্য করে বসেন যে, রণবীরের নাকি কন্ডোমের সংস্থার হয়ে বিজ্ঞাপন করা উচিত। দীপিকার কথায় সায় দেন সোনমও। তার পর ইন্ডাস্ট্রির অন্দরে রণবীরকে নিয়ে নানা রটনা রটে। এমনকি, দীপিকা এই সম্পর্ক ভাঙার কারণে অবসাদে ডুবে যাচ্ছিলেন সে কথাও প্রকাশ্যে বলেন। সেই সময় ছেলের পাশে ঢাল হয়ে দাঁড়ান নীতু। তিনি বলেন, ‘‘আমার ছেলের প্রেমিকা বলতে একজনই ছিল। সেটা দীপিকা। যদিও ওদের সম্পর্কে একটা খামতি ছিল। আমার ছেলে নিজের মতো থাকতে পারছিল না। সম্পর্কটা ভাঙারই ছিল। প্রত্যেকের সম্পর্ক হয়, সেটা ভাঙে। মানুষ জীবনে এগিয়ে যায়। যদি সম্পর্কে সব কিছু ঠিকই থাকত তা হলে নিশ্চয় সেটা ভাঙত না।’’

রণবীরের প্রেম চলাকালীন নীতুর সঙ্গে বেশ শীতল সম্পর্কই ছিল দীপিকার। অভিনেত্রী নিজেও এক বার জানান, কপূর পরিবারে একমাত্র শাম্মি কপূর তাঁকে খুব ভালবাসতেন। তাঁর শেষ যাত্রায় শামিলও হয়েছিলেন দীপিকা। যদিও সে সব এখন অতীত। মেয়ে দুয়া ও স্বামী রণবীর সিংহকে নিয়ে সুখে সংসার করছেন দীপিকা। আলিয়া ভট্ট ও রাহাকে নিয়ে খুশি রণবীরও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement