Ankita Lokhande Vicky Jain

দুর্ঘটনার কবলে ভিকি! হাসপাতালের বিছানায় শুয়ে, পড়েছে ৪৫টা সেলাই, কী অবস্থায় রয়েছেন অঙ্কিতা?

৪৫টা সেলাই পড়েছে ভিকি জৈনের। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অঙ্কিতার স্বামী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১২
Share:

হাসপাতালে ভর্তি অঙ্কিতার স্বামী ভিকি। ছবি: সংগৃহীত।

গত সপ্তাহে গণেশচতুর্থী দিনও হাসিমুখে দেখা গিয়েছিল অঙ্কিতা লোখান্ডে ও তাঁর স্বামী ভিকি জৈনকে। বাড়িতে বড় করে উৎসব পালন করেন। কিন্তু তার দিনকয়েকের মধ্যেই অঘটন। রক্তাক্ত হলেন ভিকি। ৪৫টা সেলাই পড়েছে। মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি অঙ্কিতার স্বামী।

Advertisement

ঘটনাটি ঘটেছে তিন দিন আগে। অঙ্কিতার ঘনিষ্ঠ বন্ধু পরিচালক সন্দীপ সিংহ জানান ভিকির দুর্ঘটনার কথা। হাসপাতালের বিছানায় শোয়া ভিকি, পাশে বসে আছেন অঙ্কিতা। চোখেমুখে বিষণ্ণতা। স্বামীর গালের স্নেহের আদর অভিনেত্রীর। জানা গিয়েছে, দুর্ঘটনাটি ঘটে বাড়িতেই। সন্দীপ জানান, ভাঙা গ্লাসের কাচের টুকরো ভিকির হাতে ঢুকে যেতেই এমন রক্তারক্তি কাণ্ড। তবে যন্ত্রণা সহ্য করে ভিকির মুখের হাসি অমলিন। স্বামীর পাশে শক্ত হয়ে দাঁড়িয়েছেন অঙ্কিতাও। সন্দীপের কথায়, ‘‘অঙ্কিতা মহামানবীর থেকে কোনও অংশে কম নয়। গত ৭২ ঘণ্টা ধরে ভিকির সঙ্গে যে ভাবে ও আছে তা অভাবনীয়। যে পরিমাণ ভালবাসা ওর রয়েছে স্বামীর প্রতি, সেটাই যেন ভিকিকে রক্ষা করেছে। ওর প্রাণশক্তিই ওর সাহস।’’ অঙ্কিতার স্বামীর অসুস্থতার খবরে অনেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন। সম্প্রতি ‘লাফটার শেফ ২’ অনুষ্ঠানে দেখা গিয়েছিল এই তারকাদম্পতিকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement