Tiger Shroff

‘মন্দিরেই বক্ষবিভাজিকা দেখাতে হবে!’ টাইগারকে নিয়ে সমালোচনার ঝড়, ছেলের হয়ে কী বললেন মা আয়েশা?

সম্প্রতি ‘বাগী ৪’ ছবির মুক্তির আগে মুম্বইয়ে বাবলুনাথ মন্দিরে পুজো দিতে যান টাইগার। তাঁর পোশাক থেকে হাঁটাচলা— সব নিয়ে চলছে সমালোচনা। ছেলের জন্য এগিয়ে এলেন মা আয়েশা শ্রফ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১১
Share:

গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

সমাজমাধ্যমের অতি সক্রিয়তার যুগে নিস্তার নেই তারকাদেরও। সারাক্ষণ যেন আতশ কাচের তলায় থাকতে হয় তাঁদের। কী খাচ্ছেন কী পরছেন— তারকাদের প্রতি মুহূর্তের খবর যেমন জানতে চান অনুরাগীরা, তেমনই পান থেকে চুন খসলেই রক্ষে নেই তাঁদের। তেমনই ঘটল টাইগার শ্রফের সঙ্গে।

Advertisement

সম্প্রতি ‘বাগী ৪’ ছবির মুক্তির আগে মুম্বইয়ে বাবলুনাথ মন্দিরে পুজো দিতে যান টাইগার। তাঁর পোশাক থেকে হাঁটাচলা— সব নিয়ে চলছে সমালোচনা। এ বার তাই ছেলের জন্য মুখ খুললেন মা আয়েশা শ্রফ। মন্দিরে পুজো দিতে গিয়ে টাইগার নাকি ক্যামেরা নিয়ে গিয়েছিলেন। এমনকি, টাইগারের পোশাক এমন ছিল যে সেখানেও নাকি নিজের বক্ষবিভাজিকা দেখিয়েছেন অভিনেতা!

আসলে অভিনেতার হাতে ছিল পুজোর সামগ্রী। পরনে ছিলে বুক খোলা কুর্তা ও সঙ্গে পাতিয়ালা প্যান্ট। তাই টাইগারের এই ছবি প্রকাশ্যে আসতেই কেউ লেখেন, ‘‘এ সব তারকাসন্তানদের মন্দিরে পুজো দিতে গিয়েও দেখনদারি!’’ কেউ লেখেন, ‘‘এখানেও বুক খোলা জামা পরতে হবে!’’ কেউ বলেন, ‘‘ঈশ্বর যেন ধন্য হল উনি মন্দিরে এসেছেন, তাও আবার সংবাদমাধ্যমকে সঙ্গে নিয়ে।’’

Advertisement

ছেলেকে নিয়ে এ হেন সমালোচনা সহ্য করতে না পেরে যে পেজ থেকে টাইগারকে ক্রমাগত কটাক্ষ করা হচ্ছে সেখানকার মন্তব্য-বাক্সে গিয়ে আয়েশা লেখেন, ‘‘আপনি নিজের ব্যবহার ঠিক করুন। আমার ছেলেকে চেনেনও না, তাই মুখটা বন্ধ করুন।’’ যদিও এ ধরনের সমালোচনায় কখনওই কোনও প্রতিক্রিয়া মেলেনি টাইগারের তরফে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement