Baghi 4

কন্ডোম থেকে নগ্ন দৃশ্য, ‘বাগী ৪’-এর উপর চলল কাঁচি! মোট ২৩টি কোপ পড়ল টাইগারের ছবিতে

ছবির অডিয়োতেও বেশ কিছু বদল আনা হয়েছে সিবিএফসি-র নির্দেশে। ছবিতে বহু দৃশ্যে রক্তারক্তি ও খুনোখুনি অধিক মাত্রায় ছিল বলে জানা যাচ্ছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৭
Share:

‘বাগী ৪’ থেকে বাদ ২৩টি দৃশ্য। ছবি: সংগৃহীত।

টাইগার শ্রফের ‘বাগী ৪’ ছবি থেকে বাদ পড়ল বহু দৃশ্য। সিবিএফসি (সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন) বা সেন্সর বোর্ড থেকে সম্প্রতি অনুমোদন পেয়েছে এই ছবি। তবে তার আগে বেশ কিছু দৃশ্যে কাঁচি চালিয়েছে সিবিএফসি। তার মধ্যে নগ্ন দৃশ্য থেকে শুরু করে হিংসার দৃশ্য রয়েছে একাধিক।

Advertisement

জানা যাচ্ছে, সিবিএফসি-র তরফ থেকে ‘এ’ (প্রাপ্তবয়স্ক) শংসাপত্র পেয়েছে এই ছবি। তার আগে ২৩টি দৃশ্য বাদ দেওয়া হয়েছে। ছবির অডিয়োতেও বেশ কিছু বদল আনা হয়েছে সিবিএফসি-র নির্দেশে। ছবিতে বহু দৃশ্যে রক্তারক্তি ও খুনোখুনি অধিক মাত্রায় ছিল বলে জানা যাচ্ছে। এই দৃশ্যগুলিতে আপত্তি জানায় সেন্সর বোর্ড।

এ ছাড়াও একটি দৃশ্যে সামনে থেকে নগ্নতা দেখানো হয়েছে। সেই দৃশ্যে বদল আনা হয়েছে। আর একটি দৃশ্যে এক চরিত্রকে কফিন বাক্সের উপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এই দৃশ্যটি সম্পূর্ণ ভাবে মুছে ফেলার নির্দেশ দেওয়া হয়। আর একটি দৃশ্যে দেখানো হয়েছিল, পুজোর প্রদীপ থেকে একজন সিগারেট জ্বালাচ্ছেন। সেটিও বাদ দিতে বলা হয়েছে।

Advertisement

যিশু খ্রিস্টের মূর্তির উপর ছুরি চালানোর একটি দৃশ্যও বাদ দেওয়া হয়েছে ছবি থেকে। বেশ কিছু সংলাপের উপরেও চলেছে কাঁচি। একটি সংলাপ ছিল, “ভাই তোর কন্ডোমের মধ্যেই থেকে যাওয়া উচিত ছিল।” এখানে ‘কন্ডোম’ শব্দটি মুছে দেওয়া হয়েছে। এমন ২৩টি বদল আনার পরেই মিলেছে ছাড়পত্র।

‘বাগী ৪’-এর কয়েকটি গান ইতিমধ্যেই সাড়া ফেলেছে। তার মধ্যে ‘হুসন’ গানটিতে হরনাজ় সন্ধুর নাচ নজর কেড়েছে। অনেকে এই গানের সঙ্গে দীপিকা পাড়ুকোনের ‘বেশরম রং’-এর তুলনা টেনেছেন।

‘বাগী ৪’ ছবিতে টাইগার ও হরনাজ় ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, সঞ্জয় দত্ত। ৫ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement