ফের প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী। ছবি: সংগৃহীত।
সন্ত্রাসবাদীদের দৃষ্টিভঙ্গি থেকে বহু ছবি তৈরি হয়েছে ভারতে। সেই ছবিগুলি নিয়ে আলোচনাও হয়েছে বিস্তর। তা হলে কেন কাশ্মীরের হিন্দুদের কষ্টের কথা তুলে ধরা যাবে না? প্রশ্ন তুললেন বিবেক অগ্নিহোত্রী।
সংখ্যালঘুদের দৃষ্টিভঙ্গি কেমন, তাঁরা দেশের সম্প্রীতি বিষয়টিকে কী ভাবে দেখেন? প্রশ্ন করা হয়েছিল বিবেককে। সাক্ষাৎকারে পরিচালক জানান, ছবিতে সংখ্যালঘুদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা নিয়ে তাঁর কোনও আপত্তি নেই। বরং ভারতের চলচ্চিত্রজগতেই সবচেয়ে বেশি এই ধরনের ছবি হয়েছে। বিবেক বলেন, “আমেরিকায় মুসলিম বিদ্বেষ নিয়ে নানা আলোচনা হয়। কিন্তু এই নিয়ে একটা ছবি বানাতে বলুন তো! মণি রত্নম ‘রোজা’র মতো ছবি বানিয়েছেন। এই ছবিতে তো পুরোটাই সন্ত্রাসবাদীদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা হয়েছে। এ ছাড়াও রয়েছে ‘মিশন কাশ্মীর’, ‘ফিজ়া’, ‘ফনা’র মতো ছবি। এমন অনেক ছবি তৈরি হয়েছে এবং আমার তা নিয়ে কোনও সমস্যাও নেই।”
এর পরেই নিজের ছবি ‘দ্য কাশ্মীর ফাইল্স’-এর প্রসঙ্গ টেনে আনেন বিবেক। তিনি বলেন, “কাশ্মীরে বহু মানুষ কষ্ট করেছেন। ৫ লক্ষ মানুষকে কাশ্মীর থেকে ছুড়ে ফেলা হয়েছে। আপনি প্রশ্ন করতেই পারেন, এর প্রমাণ কী? প্রমাণ এটাই যে, ওই মানুষগুলো আর কাশ্মীরে থাকেন না। ওঁদের আতঙ্ক, ওঁদের কষ্ট নিয়েও কি ছবি তৈরি করা উচিত নয়? ওঁদের দৃষ্টিভঙ্গি থেকেও ছবি তৈরি করা প্রয়োজন।”
উল্লেখ্য, ২০২২ সালে বিবেক তৈরি করেছিলেন ‘দ্য কাশ্মীর ফাইল্স’। এই ছবি নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর। তবে বক্স অফিসে সফল ছিল এই ছবি।