ফের শীর্ষে ‘পরশুরাম আজকের নায়ক’। ছবি: সংগৃহীত।
প্লুটোর মৃত্যু কি এক সপ্তাহে ভুলে গেলেন দর্শক? গত সপ্তাহে প্রথম পাঁচের মধ্যে জায়গা করে নিয়েছিল ধারাবাহিক ‘চিরসখা’। তখন ধারাবাহিকপ্রেমীরা প্লুটোর মৃত্যুতে শোকাচ্ছন্ন ছিলেন। কিন্তু এক সপ্তাহ যেতেই প্রথম পাঁচ থেকে ছিটকে পড়ল ‘চিরসখা’। প্লুটো চলে যাওয়ায় ধারাবাহিকের মূল আকর্ষণটাই হারিয়ে গিয়েছে বলে দর্শক কি মুখ ফিরিয়ে নিলেন?
ধারাবাহিকের টিআরপি তালিকায় শীর্ষস্থান এই সপ্তাহেও ধরে রাখল ‘পরশুরাম আজকের নায়ক’। প্রাপ্ত নম্বর ৭। গত কয়েক সপ্তাহ ধরে প্রথম স্থানে অনড় এই ধারাবাহিক। যদিও কাহিনির নায়ক ইন্দ্রজিৎ বসু জানিয়েছেন, টিআরপি প্রতিযোগিতা নিয়ে তিনি বিশেষ মাথা ঘামান না। তবে এই সাফল্যের খবর প্রায়ই সমাজমাধ্যমে ভাগ করে নেন নায়িকা তৃণা সাহা।
গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
টিআরপি তালিকার দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছে ‘পরিণীতা’, তৃতীয় স্থানে ‘জগদ্ধাত্রী’। চতুর্থ স্থানে নতুন ধারাবাহিক ‘রাজেশ্বরী রাণী ভবানী’। পঞ্চম স্থানে রয়েছে ‘ফুলকি’। এই ধারাবাহিকও ধারাবাহিক ভাবে একটা সময়ে শীর্ষে থেকেছে।
গত সপ্তাহে দ্বিতীয় স্থানে ছিল ‘চিরসখা’। এই সপ্তাহে ৬.৪ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে নেমে এসেছে এই ধারাবাহিক। যৌথ ভাবে ষষ্ঠ স্থানে রয়েছে ‘রাঙামতী তিরন্দাজ’। সপ্তম স্থানে নেমে এসেছে জীতু কমল ও দিতিপ্রিয়া রায়ের ‘চিরদিনই তুমি যে আমার’। সেই সঙ্গে একই স্থানে যৌথ ভাবে রয়েছে ‘আমাদের দাদামণি’। এক সময়ে শীর্ষে থাকলেও এই সপ্তাহে ৫.৩ নম্বর পেয়ে অষ্টম স্থানে ‘কথা’।