Neetu kapoor

Neetu Kapoor: লন্ডন মানেই কি আলিয়ার কাছে? মেয়ের বাড়িতে জন্মদিনের কেক কাটলেন নীতু

এমন হইহই করা জন্মদিন বহু কাল আসেনি। ঋষি কপূরকে হারানোর পরে একাকীত্বে ডুবে ছিলেন নীতু। ৬৪ বছরের জন্মদিন কাটল লন্ডনে।

Advertisement

সংবাদ সংস্থা

মুম্বই শেষ আপডেট: ০৮ জুলাই ২০২২ ১৭:৪৫
Share:

মধ্যরাতে জন্মদিনের পার্টি। ৬৪-তে এসে বয়স যেন এক ধাক্কায় অনেকখানি কমে গিয়েছে নীতু কপূরের। বড় বড় বেলুন আর একটা বড় জিরাফের সামনে দাঁড়িয়ে ঝলমলে হাসছেন কিশোরীর উচ্ছলতায়।

Advertisement

জন্মদিন উদ্‌যাপন করতে লন্ডনে মেয়ে ঋদ্ধিমার বাড়িতে গিয়েছেন নীতু। কেক কাটা থেকে শুরু করে খাওয়াদাওয়া পেরিয়ে হাসি-গল্পের ফোয়ারা ছুটল মধ্যরাতেই। শুক্রবার সেই আনন্দ-উদ্‌যাপনে যোগ দিয়েছিলেন রিমা জৈন-সহ কপূর পরিবারের অন্য সদস্যরা। পোশাকশিল্পী মনীশ মলহোত্রও নীতুর জন্মদিনের হুল্লোড়ের ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগীদের সঙ্গে।

কালো পোশাকের হাতে আর কলারে সাদার রেখা। তাতেই উজ্জ্বল নীতু। ঋদ্ধিমা পরেছিলেন নীল টপ। তাঁর স্বামী ভারত সাহানিকেও দেখা গিয়েছিল অনুষ্ঠানে। সবাই মিলে জমজমাট রাত কাটল লন্ডনের বুকে।

Advertisement

দিন দুই আগেই মুম্বই বিমানবন্দরে পাপারাৎজির প্রশ্নের মুখে পড়েছিলেন নীতু। কোথায় যাচ্ছেন? আলিয়ার কাছে? জিজ্ঞেস করতেই নীতু বলেছিলেন, ‘‘না। মেয়ের বাড়ি। বৌমা তো শ্যুটিংয়ে।’’ এর পরেই বৃহস্পতিবার নীতুর দেখা মিলেছে লন্ডনের রাস্তায়, মেয়ে-জামাইয়ের সঙ্গে। হইহই করে কাটছে এক-একটা দিন। ঠাকুমা হতে চলেছেন কয়েক মাস পরেই। নীতুর জীবনে এখন কানায় কানায় সুখ।

সদ্য মুক্তি পাওয়া ছবি ‘যুগ যুগ জিয়ো’-তে দেখা গিয়েছে অভিনেত্রীকে। নতুন কাজের খবর শিগগিরই আসতে চলেছে বলে জানান ঋষি কপূরের ঘরনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন