Entertainment News

এনগেজমেন্ট সেরে ফেললেন নীল নীতিন মুকেশ

এনগেজমেন্ট সেরে ফেললেন বলিউডের এক মোস্ট এলিজেবল ব্যাচেলার নীল নীতিন মুকেশ। গত মঙ্গলবার জুহুর এক পাঁচতারা হোটেলে মুম্বইয়ের রুক্মিণী সহায়ের সঙ্গে এনগেজমেন্ট হয় নায়কের। সূত্রের খবর, আগামী বছর শুরুর দিকে তাঁরা বিয়ে করবেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৬ ১১:২০
Share:

নীল এবং রুক্মিণী। ছবি: টুইটারের সৌজন্যে।

এনগেজমেন্ট সেরে ফেললেন বলিউডের এক মোস্ট এলিজেবল ব্যাচেলার নীল নীতিন মুকেশ। গত মঙ্গলবার জুহুর এক পাঁচতারা হোটেলে মুম্বইয়ের রুক্মিণী সহায়ের সঙ্গে এনগেজমেন্ট হয় নায়কের। সূত্রের খবর, আগামী বছর শুরুর দিকে তাঁরা বিয়ে করবেন।
কিংবদন্তী গায়ক মুকেশের নাতি নীল অ্যারেঞ্জ ম্যারেজে বিশ্বাসী। পারিবারিক ঐতিহ্য মেনে নিজেও সম্বন্ধ করে বিয়ে করতে চেয়েছিলেন। প্রাথমিক ভাবে রুক্মিণীকে পছন্দ করেন নীলের বাবা-মা। দীর্ঘদিন ধরে পারিবারিক বন্ধুত্বের সূত্রে দুই পরিবার একে অপরকে ভাল ভাবেই চিনতেন। নীল-রুক্মিণীর আগে থেকেই পরিচয় ছিল, তবে তাঁরা নাকি বিয়ের কথা ভাবেননি। বাবা-মায়ের পছন্দের কথা জেনে রুক্মিণীকে বিয়ের প্রস্তাব দেন নীল। এক মাসের কোর্টশিপের পর তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।
গত মঙ্গলবারের এনগেজমেন্টের অনুষ্ঠানে হাজির ছিলেন দুই পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়রা। তবে পরের বছর বিয়ের পার্টিতে বলিউডের সব তারকারাই হাজির থাকবেন বলে জানা গিয়েছে।

Advertisement

আরও পড়ুন
ফেস্টিভ সিজনে বসের মুড ঠিক রাখতেই হবে
বরকে কলকাতার পুজো দেখাবেন বিপাশা

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement