Entertainment News

হিরো, ভিলেন... এ বার নীল নিতিন মুকেশ হবেন ম্যারেড

ফের ট্র্যাক পাল্টাচ্ছেন নীল নিতিন মুকেশ। হিরো হয়ে বলিউডে এন্ট্রি। কিন্তু, পর্দায় এখন ভিলেন। তবে এ বার অবশ্য নিজের পেশায় নয়, ব্যাচেলর স্টেটাসটাই বদলাচ্ছেন। বিয়ে করছেন তিনি। পাত্রী কে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ নভেম্বর ২০১৬ ১৩:৫২
Share:

ফের ট্র্যাক পাল্টাচ্ছেন নীল নিতিন মুকেশ। হিরো হয়ে বলিউডে এন্ট্রি। কিন্তু, পর্দায় এখন ভিলেন। তবে এ বার অবশ্য নিজের পেশায় নয়, ব্যাচেলর স্টেটাসটাই বদলাচ্ছেন। বিয়ে করছেন তিনি। পাত্রী কে? নীল ‘ওয়াজির’ মুকেশ জানিয়েছেন, মুম্বই-নিবাসী রুক্মিণী সহায়ের সঙ্গে গাঁটছড়া বাঁধছেন তিনি।

Advertisement

গত অক্টোবরেই রুক্মিণীর সঙ্গে এনগেজমেন্ট হয়ে গিয়েছে নীলের। নীল জানিয়েছেন, এ বার বিয়েটাও সেরে ফেলতে চান তিনি। নীল বলেন, “আগামী ফেব্রুয়ারিতেই সেটলড করছি আমরা।”

নীল জানিয়েছেন, বিয়েতে অতটা জাঁকজমক চান না। বরং কয়েক জন ঘনিষ্ঠ বন্ধুর উপস্থিতিতে ঘরোয়া ভাবেই বিয়েটা সারতে চান তিনি। কিন্তু, কিংবদন্তি গায়ক মুকেশের নাতির বিয়ে আর একটু জাঁকজমক হবে না? মা-বাবাকে খুশি করতে তাতেও রাজি নীল। তিনি বলেন, “আমাকে জিজ্ঞেস করলে বলব, খুব সাধারণ ভাবে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডদের সঙ্গে মন্দিরে বিয়ে করতে চাই আমি। কিন্তু, পরিবারের ইচ্ছের কথাও তো মাথায় রাখতে হবে! ফলে বিয়েতে একটা গ্র্যান্ড সেলিব্রেশন করছি।”

Advertisement

শোনা যাচ্ছে, বিয়ের পর বলিউডের সব স্টার-সহ বন্ধুদের জন্য একটা বিশাল পার্টি দেবেন নীল।

আরও পড়ুন

ইনিই কি সোনমের বয়ফ্রেন্ড?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement