Mohammad Rizwan

টি-টোয়েন্টি লিগের ম্যাচে ‘টেস্ট’ খেললেন রিজ়ওয়ান, বিরক্ত হয়ে পাকিস্তানের ক্রিকেটারকে মাঠ থেকে সাজঘরে ফেরাল দল

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ম্যাচ খেলতে নেমে বিড়ম্বনার মুখে পড়লেন মহম্মদ রিজ়ওয়ান। পাকিস্তানের ক্রিকেটারের ব্যাটিং দেখে বিরক্ত হয়ে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করিয়ে সাজঘরে ফিরিয়ে নিল দল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ২৩:০১
Share:

মহম্মদ রিজওয়ান। — ফাইল চিত্র।

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগের (বিবিএল) ম্যাচ খেলতে নেমে বিড়ম্বনার মুখে পড়লেন মহম্মদ রিজ়ওয়ান। পাকিস্তানের ক্রিকেটারের ব্যাটিং দেখে বিরক্ত হয়ে তাঁকে ‘রিটায়ার্ড আউট’ করিয়ে সাজঘরে ফিরিয়ে নিল দল। রিজ়ওয়ানের মন্থর ইনিংস সমালোচনার মুখে পড়েছে। একই সঙ্গে, টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনাও কমে গিয়েছে।

Advertisement

বিবিএলে সিডনি থান্ডারের সঙ্গে খেলা ছিল মেলবোর্ন রেনেগেডসের। ওভার কমে আসা সত্ত্বেও চালিয়ে খেলতে পারছিলেন না রিজ়ওয়ান। তাঁর রান করতে সমস্যা হচ্ছিল। এ দিকে, রিজ়ওয়ান রান করতে না পারায় মেলবোর্নের রান রেটও কমে যাচ্ছিল।

শেষ পর্যন্ত দু’ওভার বাকি থাকতে রিজ়ওয়ানকে ‘রিটায়ার্ড আউট’ করিয়ে সাজঘরে ফিরিয়ে নেয় মেলবোর্ন। তখন রিজ়ওয়ান ২৩ বলে ২৬ রানে ব্যাট করছেন। হতাশায় মাথা নাড়তে নাড়তে ডাগআউটে ফেরেন রিজ়ওয়ান। সমর্থকেরা সমাজমাধ্যমে আক্রমণ করেছেন তাঁকে। বলেছেন, রিজ়ওয়ানের ব্যাটিং দেখে মনে হচ্ছিল তিনি টি-টোয়েন্টি ম্যাচে টেস্ট খেলতে নেমেছেন।

Advertisement

বিবিএলে আট ম্যাচে মাত্র ১৬৭ রান করেছেন রিজ়ওয়ান। স্ট্রাইক রেট ১০০-র সামান্য বেশি। অনেক সাড়া জাগিয়ে মেলবোর্ন তাঁকে সই করালেও আস্থার দাম রাখতে পারেননি রিজ়ওয়ান।

ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে তাঁর জায়গা পাওয়ার সম্ভাবনাও কমে গিয়েছে। বিবিএলে ভাল কিছু করতে পারলে বিশ্বকাপের দলে ফিরতে পারতেন। সেই রাস্তা প্রায় বন্ধই হয়ে গিয়েছে। শুধু তাই নয়, বাবর আজ়মকেও হয়তো দলে ডাকা হবে না। সিডনি সিক্সার্সের ক্রিকেটার বাবর আট ম্যাচে মাত্র ১৫৪ রান করেছেন।

উল্লেখ্য, ২০২৪ বিশ্বকাপের পর থেকেই আর জাতীয় টি-টোয়েন্টি দলে সুযোগ পান না বাবর ও রিজ়ওয়ান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement