Kangana Ranaut

বিতর্কের শেষ কোথায়?

কঙ্গনা একটি ভিডিয়োয় জ়োয়ার ছবি ‘গাল্লি বয়’কে তুলোধোনা করেছিলেন, ‘কপি মুভি’ বলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০২০ ০০:০১
Share:

কঙ্গনা

সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পরে ফের মাথা চাড়া দিয়ে উঠেছিল বিনোদন ইন্ডাস্ট্রির স্বজনপোষণ বিতর্ক, যার নেপথ্যে কঙ্গনা রানাউত। এই ঘটনাকে কেন্দ্র করে অভিনেত্রী বিবাদে জড়িয়ে পড়েছেন তাপসী পান্নু, স্বরা ভাস্কর, অনুরাগ কাশ্যপের সঙ্গে। জড়িয়ে পড়লেন জ়োয়া আখতারও। কঙ্গনা একটি ভিডিয়োয় জ়োয়ার ছবি ‘গাল্লি বয়’কে তুলোধোনা করেছিলেন, ‘কপি মুভি’ বলে। কঙ্গনার মতে, খারাপ ছবি বানানো সত্ত্বেও জ়োয়া গুরুত্ব পান, কারণ তিনি জাভেদ আখতারের কন্যা। এই বিতর্কে জ়োয়াও চুপ করে থাকেননি, ‘‘আমার টাকা আমার সন্তানকে দিলে যদি সেটাকে নেপোটিজ়ম বলা হয়, তা হলে প্রত্যেক বাড়িতে নেপোটিজ়মের ঘটনা ঘটছে।’’জ়োয়ার উদ্দেশে গায়িকা সোনা মহাপাত্র বলেছেন, ‘‘বাবা-মায়ের সুবাদে যা পেয়েছ, তা শুধু নিজের উত্থানে কাজে না লাগিয়ে, অন্যের সাহায্যেও দিতে পারো।’’ সোনা তাঁর ক্ষোভের কারণও স্পষ্ট করে দিয়েছেন। ‘ফুকরে’ ছবিতে তাঁর কণ্ঠে ‘অম্বরসরিয়া’ তুমুল জনপ্রিয় হয়। কিন্তু তা নাকি প্রথমে ফারহান আখতার (ছবির প্রযোজক) এবং জাভেদ আখতারের পছন্দ হয়নি। ‘‘গানটি সুপারহিট হওয়ার পরেও কোনও অ্যাওয়ার্ডে মনোনয়ন পাইনি। বোঝা যাচ্ছে, মিউজ়িক মাফিয়া, ফিল্ম মাফিয়ারা মিলেজুলেই কাজ করে...’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement