Netflix buys Warner Bros.

বিনোদনদুনিয়ায় বড় চমক! নেটফ্লিক্সের অধীনে গেল ওয়ার্নার ব্রাদার্স, কত টাকার চুক্তিতে হল সই?

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা হস্তান্তর হতে চলেছে। নিলামে এগিয়ে ছিল কমকাস্ট ও প্যারামাউন্ট স্কাইডান্সের মতো সংস্থা। তবে তাদের পিছনে ফেলে শীর্ষে উঠে এল নেটফ্লিক্স।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩
Share:

বদল আনবে নেটফ্লিক্স? ছবি: সংগৃহীত।

ওয়ার্নার ব্রাদার্সকে কিনে নিল নেটফ্লিক্স। জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের অধীনে এল ওয়ার্নার ব্রাদার্স ডিসকভারির টিভি ও ফিল্ম স্টুডিয়ো। সেই সঙ্গে নেটফ্লিক্সের অধীনে এল এইচবিও ম্যাক্স, এইচবিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি। ৭২০০ কোটি ডলারের চুক্তিতে সংস্থার হস্তান্তর সম্পন্ন হয়েছে বলে জানানো হয়েছে বিবৃতিতে। পাশ্চাত্যের অন্যতম প্রভাবশালী বিনোদন সংস্থা এ বার নেটফ্লিক্সের হাতে।

Advertisement

বেশ কিছু দিন ধরেই শোনা যাচ্ছিল, ওয়ার্নার ব্রাদার্সের মালিকানা হস্তান্তর হতে চলেছে। নিলামে এগিয়ে ছিল কমকাস্ট ও প্যারামাউন্ট স্কাইডান্সের মতো সংস্থা। তবে তাদের পিছনে ফেলে শীর্ষে উঠে এল নেটফ্লিক্স। ‘হ্যারি পটার’, ‘গেম অফ থ্রোন্‌স’-এর মতো জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ির মালিকানা ছিল ওয়ার্নার ব্রাদার্সের হাতে।

এই হস্তান্তরের ফলে হলিউড ও সেখানকার মিডিয়া ইন্ডাস্ট্রি নতুন রূপ পাবে বলে মনে করা হচ্ছে। তবে বিশ্লেষকদের আশঙ্কা, অন্যান্য প্রতিযোগী সংস্থার থেকে এ বার নেটফ্লিক্স নানা ধরনের বাধার সম্মুখীনও হতে পারে।

Advertisement

নেটফ্লিক্সের মুখপাত্র টেড সারানডোস বলেন যে, ওয়ার্নার ব্রাদার্সের একাধিক শো এবং ‘ক্যাসাব্লাঙ্কা’র মতো সিনেমার ভান্ডার এবং নেটফ্লিক্সের ‘ফ্রেন্ডস’-এর মতো সিরিজ় একত্রিত করে, “আমরা দর্শককে তাদের পছন্দের জিনিসগুলি আরও বেশি করে দিতে পারব এবং আগামী গল্পগুলি বলার ক্ষেত্রে সহায়তা করতে পারব।” তাঁর কথায়, আগামী দিনে নেটফ্লিক্সকে সাফল্যের চূড়ায় নিয়ে যাওয়ার জন্য এটি একটি ‘বিরল সুযোগ’।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement