Bollywood Gossip

‘বোরখা আনো, ওড়না দাও’, সম্ভাবনার পোশাক নিয়ে সানার বক্তব্য শুনে হতবাক অনুরাগীরা!

সম্প্রতি অভিনেত্রী সম্ভাবনা শেঠের সঙ্গে একটি ভিডিয়োতে দেখা যায় সানাকে। সেখানেই বোরখা পরার হুকুম দেন অভিনেত্রী। পাল্টা কী বললেন সম্ভাবনা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৪ মার্চ ২০২৫ ১৮:৩৯
Share:

(বাঁ দিকে) সানা খান। সম্ভাবনা শেঠ (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

সদিচ্ছায় অভিনয়জগৎ, বলা ভাল ‘গ্ল্যামার দুনিয়া’ থেকে বিদায় নিয়েছেন সানা খান। ‘বিল্লো রানি’র মতো আইটেম গান রয়েছে সানার কেরিয়ারে। ‘বিগ বস্‌’-এ প্রতিযোগী হওয়ার পর যথেষ্ট প্রচার পেয়েছেন। কিন্তু ধর্মের টানে নাকি সব ছেড়েছেন তিনি। সম্প্রতি অভিনেত্রী সম্ভাবনা শেঠের সঙ্গে একটি ভিডিয়োতে দেখা যায় অভিনেত্রীকে। সেখানেই সানা বোরখা পরার হুকুম দেন। পাল্টা কী বললেন সম্ভাবনা?

Advertisement

একটি ভিডিয়ো সামনে এসেছে সাজঘরের। সেখানে রূপটানে ব্যস্ত সম্ভাবনা। পরনে তাঁর কুর্তি ও লেগিন্স। সানা পরছেন বোরখা। বান্ধবীর গায়ে ওড়না নেই দেখেই চটে গেলেন সানা। বলেন, “একটা ভাল সালোয়ার-কামিজ নেই, গায়ে ওড়না চাপা দাও। পারলে ওর জন্য বোরখা আনো।” তাতেই সম্ভাবনা জানান, “আমার ওজন প্রায় ১৫ কেজি বেড়েছে যার ফলে কিছুই গায়ে ধরছে না। আর ওজন কমানোর চেষ্টাও করছি না। মানুষ আমাদের কথা শুনতে চায়, কী পরে আছি সেটা গুরুত্বপূর্ণ নয়।” সানার এমন আচরণ দৃষ্টিকটু ঠেকেছে নেটাগরিকের চোখে। সানার সমালোচনা করেছেন অনেকেই। এমন ভাবে চাপিয়ে দেওয়া মানসিকতা দেখে সানার মনোভাব নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement