বয়স্ক লুকে অনুষ্কা?

সম্প্রতি ইন্টারনেটে অনুষ্কার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে এক বয়স্ক মহিলার চেহারায় দেখা যাচ্ছে নায়িকাকে। চোখে চশমা, মাথায় পাকা চুল।

Advertisement
শেষ আপডেট: ২৩ এপ্রিল ২০১৮ ০০:০১
Share:

শোনা যাচ্ছিল, আনন্দ এল রাইয়ের ‘জ়িরো’তে তিনি এক বিজ্ঞানীর ভূমিকায়। কিন্তু অনুষ্কা শর্মার চরিত্রের লুক একেবারে সযত্ন আগলে রেখেছেন নির্মাতারা। পাপারাৎজ়িও তার নাগাল পাচ্ছিল কই! এমনকী ‘‌জ়িরো’র সেটে তাঁর মেকআপ ভ্যানটাও রাখা হয় সাধারণের চোখের আড়ালে।

Advertisement

তবে সম্প্রতি ইন্টারনেটে অনুষ্কার একটি ছবি ভাইরাল হয়েছে। সেখানে এক বয়স্ক মহিলার চেহারায় দেখা যাচ্ছে নায়িকাকে। চোখে চশমা, মাথায় পাকা চুল। মেকআপের টিম তাঁকে নিয়ে কাজে ব্যস্ত। এখন প্রশ্ন, লুকটা আসলে ‘‌জ়িরো’রই না কি কোনও বিজ্ঞাপনের প্রচারের কাজ? অনুষ্কা বরাবরই এ সব ব্যাপারে মুখে কুলুপ আঁটেন। এখনও তিনি বিষয়টা নিয়ে চুপচাপই। আপাতত জন্মদিনের ছুটির পরিকল্পনা নিয়েই ভাবছেন নায়িকা। তবে প্রতি ছবিতেই নিজের লুক নিয়ে যে ভাবে পরীক্ষানিরীক্ষা করছেন তিনি, তা প্রশংসীয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement