Tollywood Gossip

সময়ের আগেই এল বসন্ত, প্রেম খুঁজে পেলেন টলিপাড়ার ‘আদর্শ’ প্রেমিক?

টলিপাড়ায় তিনি লাজুক মানুষ হিসাবেই পরিচিত। অনেকে আবার তাঁকে আদর্শ প্রেমিকও বলে থাকেন। শোনা যাচ্ছে, বসন্ত এসেছে অভিনেতার জীবনে।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০২৬ ১৭:৩৫
Share:

টলিপাড়ার ‘আদর্শ’ প্রেমিক খুঁজে পেলেন প্রেমিকা? ছবি: সংগৃহীত।

টলিপাড়ায় তিনি খুবই পরিচিত অভিনেতা। লেখক হিসাবেও তাঁর অনেক পরিচিতি। তবে নায়ক একেবারেই চান না, তাঁকে নিয়ে খুব বেশি আলোচনা হোক। একটু লাজুক স্বভাবের। একসময় শুধুই ধারাবাহিকে অভিনয় করতেন। এখন তিনি মন দিয়েছেন ওয়েব সিরিজ় এবং বড়পর্দার কাজে। শোনা যাচ্ছে, নায়কের জীবনে এসেছে বসন্ত।

Advertisement

আড়ালে-আবডালে টলিপাড়ায় কখন যে কী ঘটে যায়, তা বোঝা খুব কঠিন। নায়কের অতীত যে ফুলের পাপড়িতে মোড়া ছিল, তেমন নয়। অনেক চড়াই উতরাইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাঁকে। নায়কের প্রাক্তনের চলে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। এই কয়েকটা বছর অভিনেতা শুধুই কাজের মধ্যে রয়েছেন। শোনা যাচ্ছে, আবার অভিনেতার জীবনে কেউ এসেছেন। তিনিও নাকি টলিউ়ডের সঙ্গেই যুক্ত।

ইন্ডাস্ট্রির অন্দরে এই ভাঙা-গড়ার খেলা নতুন নয়। আগেও এই ঘটনার সাক্ষী থেকেছেন সবাই। তবে ইদানীং অভিনেতা-অভিনেত্রীরা তাঁদের প্রেম, সম্পর্ক নিয়ে খুব যে বেশি রাখঢাক করেন তেমন নয়। ফেসবুক, ইনস্টাগ্রামের দৌলতে মোটামুটি সবাই জানতে পেরে যান। টলিপাড়ার এই নায়কও কি তবে বাকি পাঁচজনের মতো সেই পথেই হাঁটবেন, না কি নতুন সম্পর্ক গোপনে রাখবেন, তা সময়ই বলবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement