Entertainment News

সাইকেলে পাঁপড় ফেরি করা এই ভদ্রলোককে চিনতে পারছেন?

শুটিংয়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে। যাকে বলে ভাইরাল! অভিনেতার ফ্যানক্লাবের পক্ষ থেকে ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করা হয়েছে এই ছবিগুলি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ ফেব্রুয়ারি ২০১৮ ১৭:১৪
Share:

শুটিং চলছে... ছবি: টুইটারের সৌজন্যে।

এ যেন ভাঙা-গড়ার খেলা। অভিনেতারা নিজেদের লুক নিয়ে নানা রকম পরীক্ষা-নিরীক্ষা করতে অভ্যস্ত। কিন্তু এই অভিনেতা যা করলেন, তা যেন এক কথায় ‘সুপার’!

Advertisement

মানতে কষ্ট হলেও, সাইকেলে পাপড় ফেরি করে বেড়ানো এই ভদ্রলোক আসলে হৃতিক রোশন। তাঁর আগামী ছবি ‘সুপার থার্টি’র জন্য এই লুক তাঁর।

শুটিংয়ের এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ঝড় উঠেছে। যাকে বলে ভাইরাল! অভিনেতার ফ্যানক্লাবের পক্ষ থেকে ইনস্টাগ্রাম ও টুইটারে শেয়ার করা হয়েছে এই ছবিগুলি।

Advertisement

সত্যিই ছবি দেখে চেনা দায় হৃতিককে। একেবারে সাধারণ পোশাক, কাঁধে গামছা আর ‘ডি-গ্ল্যাম’ লুক নজর কেড়েছে দর্শকদের। রাজস্থানের জয়পুরের রাস্তায় ঘুরে ঘুরে পাপড় বিক্রি করছেন বলিউডের ‘গ্রিক গড’। পথচলতি সাধারণ মানুষ নাকি হৃতিককে চিনতেই পারেননি!

প্রথম ঝলক থেকেই নজর কেড়েছে হৃতিকের ‘সুপার থার্টি’র লুক। সপ্তাহখানেক আগে শুটিং সেট থেকে নীচের এই ছবিটি ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। ব্যাগ কাঁধে খেয়া ঘাটে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক যে হৃতিক, তা অনেকেই প্রথমে বুঝতে পারেননি।

What a Transformation #super30 #hrihikroshan #Bollywood #anandkumar #biopic

এই ছবিতে গণিতবিদ আনন্দ কুমারের চরিত্রে অভিনয় করছেন হৃতিক। বিহারের সুপার থার্টি প্রোগ্রামার আনন্দ কুমারের জীবনযুদ্ধের লড়াই নিয়েই তৈরি হয়েছে চিত্রনাট্য। ছবিতে হৃতিকের বিপরীতে দেখা যাবে হিন্দি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ম্রুণাল ঠাকুরকে।

Hrithik with mrunal thakur during the shooting of super30 in varanasi #super30 #mrunalthakur #hrithikroshan #biopic

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement