‘বঙ্গিস্তান’-এ সন্ত্রাসবাদীদের মনস্তাত্ত্বিক বিশ্লেষণ

তাঁরা নিজেদের আত্মপরিচয় বদলান কেবলমাত্র নাশকতার উদ্দেশ্যে। আত্মপরিচয় তাঁদের কাছে ধর্মীয় আইডেন্টিটি। সন্ত্রাসপন্থীদের মধ্যে এটা একটা ‘কমন ট্রেন্ড’। কিন্তু এই আত্মপরিচয়ের বদল থেকে কি তাদের নিজেদের ভাবনার বৃত্তে কোনও ঢেউ এসে আছড়ে পড়ে না?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৫ ০০:০০
Share:

তাঁরা নিজেদের আত্মপরিচয় বদলান কেবলমাত্র নাশকতার উদ্দেশ্যে। আত্মপরিচয় তাঁদের কাছে ধর্মীয় আইডেন্টিটি। সন্ত্রাসপন্থীদের মধ্যে এটা একটা ‘কমন ট্রেন্ড’। কিন্তু এই আত্মপরিচয়ের বদল থেকে কি তাদের নিজেদের ভাবনার বৃত্তে কোনও ঢেউ এসে আছড়ে পড়ে না?— এই প্রশ্নটাকেই নিজের ছবির কেন্দ্রে রেখেছেন পরিচালক কর্ণ অংশুমান। তাঁর আগামী ছবি ‘বঙ্গিস্তান’-এ কাহিনির গভীরে কাজ করছে এই আইডেন্টিটি ক্রাইসিসের মনস্তত্ত্ব।

Advertisement

‘বঙ্গিস্তান’ দুই সন্ত্রাসবাদীর গল্প। যারা নিজেদের ধর্মীয় আত্মপরিচয় গোপন রেখে একে অপরের সম্প্রদায়কে ধ্বংস করতে উদ্যত হয়েছে। সম্প্রতি ‘বঙ্গিস্তান’-এ একটি নতুন গান সংযোজিত হল। ‘মওলা’ নামের এই গানটিতে ঋতুরাজ মহান্তি এবং সুরকার রাম সম্পতের গলায় ঠোঁট মিলিয়েছেন অভিনেতা রীতেশ দেশমুখ ও পুলকিত সম্রাট। সুফি সুরের ‘মওলা’-র কথায় রয়েছে দেশাত্মবোধ এবং তাকে ছাপিয়ে গভীরতর জীবনবোধ, যা শেষ পর্যন্ত নিয়ে যায় স‌ংহতির দিকেই। ফারহান আখতার এবং রীতেশ সিধওয়ানি প্রযোজিত ‘বঙ্গিস্তান’ মুক্তি পাবে ৩১ জুলাই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন