Entertainment News

ভবিষ্যত্ দেখতে পায়, কে এই মেয়ে?

যা কেউ দেখতে পান না, তা ধরা পড়ে ওর চোখে। এ কিন্তু কোনও অভিশাপ নয়। বরং ঈশ্বরের দেওয়া এ এক আশীর্বাদ।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ মার্চ ২০১৯ ১৬:৪২
Share:

‘ত্রিনয়নী’র শুটিংয়ের দৃশ্য।

একঢাল কালো চুল। কপালে লাল টিপ। আটপৌরে করে পরা সাধারণ শাড়ি। মায়া ভরা মুখের এই মেয়ে কে বলুন তো?

Advertisement

এই মেয়ে ত্রিনয়নী। ওর বিশেষ এক ক্ষমতা রয়েছে। ভবিষ্যত্ দেখতে পাওয়ার ক্ষমতা। যা কেউ দেখতে পান না, তা ধরা পড়ে ওর চোখে। এ কিন্তু কোনও অভিশাপ নয়। বরং ঈশ্বরের দেওয়া এ এক আশীর্বাদ। কিন্তু ত্রিনয়নীর গ্রামের লোক কি তা মানতে চান? তাঁদের বিচারে এ তো অভিশাপ। এ হেন মেয়েটি এক অজানা ভবিষ্যতের পূর্বাভাস পায় হঠাত্ই। এ বার কী করবে ত্রিনয়নী?

এই মেয়ের গল্প এ বার দর্শক দেখতে পাবে টিভির পর্দায়। ত্রিনয়নীর লড়াই, ভাল থাকা, খারাপ লাগার সঙ্গে একাত্ম হবেন সকলে। শুরু হতে চলেছে জি-বাংলার নতুন ধারাবাহিক।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, আলি ফজলের নগ্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ফাঁস!

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement