Hiraan Chatterjee Marriage Controversy

হিরণের বিয়ে-বিতর্কে নতুন মোড়, ফেব্রুয়ারির কত তারিখে হবে তাঁর আগাম জামিনের শুনানি?

আনন্দপুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৬ ১৬:১২
Share:

কবে হবে হিরণের আগাম জামিনের শুনানি? ছবি: সংগৃহীত।

চেন্নাই থেকে ফিরেই কলকাতা হাই কোর্টের দ্বারস্থ অভিনেতা তথা বিজেপি বিধায়ক হিরণ্ময় চট্টোপাধ্যায়। এ কথা আনন্দবাজার ডট কম আগেই জানিয়েছিল। আগাম জামিন চেয়ে আদালতের দ্বারস্থ হন তিনি। আদালত সূত্রে খবর, বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে হিরণের আগাম জামিন মামলার শুনানি আগামী ৪ ফেব্রুয়ারি।

Advertisement

আনন্দপুর থানায় অভিনেতার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিলেন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। সেই অভিযোগের ভিত্তিতে দায়ের হয় মামলা। বুধবার, তাঁর আইনজীবী দ্রুত শুনানি চেয়ে বিচারপতি জয় সেনগুপ্তের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতকে জানান, তাঁর মক্কেল বর্তমানে একজন বিধায়ক। হিরণের আগাম জামিনের জন্য দ্রুত শুনানির আর্জি জানান তিনি।। বিচারপতি সেনগুপ্ত মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন বলে খবর পাওয়া গিয়েছিল। এখন খবর, ৪ ফেব্রুয়ারি হবে সেই আগাম জামিনের শুনানি।

বিয়ে-বিতর্কের জল বহু দূর গড়ানোর পরে বুধবার অবশেষে মুখ খোলেন হিরণ। আনন্দবাজার ডট কম–কে তিনি বলেছিলেন, “যে বিষয় বিচারাধীন তা নিয়ে কোনও মন্তব্য করতে চাই না। আদালতের অসম্মান তো আমি করতে পারি না।” এর পরে আর কোনও মন্তব্য করেননি হিরণ, তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা এবং তাঁর দ্বিতীয় স্ত্রী ঋতিকা গিরি।

Advertisement

উল্লেখ্য, বিজেপি বিধায়কের প্রথমার অভিযোগ, আইনি বিচ্ছেদ হয়নি তাঁদের। ফলে হিরণের দ্বিতীয় বিয়ে নিয়েও প্রশ্ন ওঠে একাধিক। হিরণ-অনিন্দিতার ১৯ বছরের মেয়ে আছে। অন্য দিকে ঋতিকা এই বিতর্কে কোনও মন্তব্যই করতে চাননি। এখন এই বিতর্কের জল কোন দিকে গড়ায় সেটাই দেখার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement