প্রিয়ঙ্কাকে কী উপহার দিলেন নিক?

এই মুহূর্তে জোনাস ব্রাদার্সের নতুন গান ‘সাকার’ ইউএস বিলবোর্ডের এক নম্বরে জায়গা পেয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৯ ০০:০০
Share:

প্রিয়ঙ্কা-নিক

সবে মাত্র ‘দ্য স্কাই ইজ় পিঙ্ক’-এর শুটিং আর অম্বানীদের বিয়ে সেরে লস অ্যাঞ্জেলেসে ফিরেছেন প্রিয়ঙ্কা চোপড়া। আর ফিরেই নতুন বর নিক জোনাসের দেওয়া উপহারে চমৎকৃত তিনি। বহুমূল্য মেবাখ কিনেছেন নিক। প্রিয়ঙ্কার জন্যই। তবে অভিনেত্রী জানতেন না সে কথা। সারপ্রাইজ় পেয়ে বড়ই খুশি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় নতুন গাড়ির সঙ্গে ছবিও তুলেছেন দম্পতি। সামান্য শ্যাম্পেন এবং পোষ্য ডায়নাও উপস্থিত সেই ছবিতে।

Advertisement

এই মুহূর্তে জোনাস ব্রাদার্সের নতুন গান ‘সাকার’ ইউএস বিলবোর্ডের এক নম্বরে জায়গা পেয়েছে। গানটিকে জোনাস ব্রাদার্সের কামব্যাক সংও বলা হচ্ছে। প্রিয়ঙ্কা ইনস্টাগ্রামে লিখেছেন, সেই খুশিতেই এই নতুন সদস্য তাঁদের গ্যারাজে জায়গা পেয়েছে। মেবাখের নামও দিয়েছেন প্রিয়ঙ্কা— ‘এক্সট্রা চোপড়া জোনাস’! প্রিয়ঙ্কার কাছ থেকে আরও এক বার সেরা স্বামীর তকমা পেয়ে গিয়েছেন নিক জোনাস।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement