Nikhil Jain

Nikhil Jain: বৃষ্টিতে রাজপথে ‘যশরত’, লাভা-র মতো জ্বলে ছাই হচ্ছেন কি নিখিল

‘যশরত’-কে কলকাতার রাস্তায় এক সঙ্গে সময় কাটাতে দেখেছেন নিখিল জৈন?

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ অগস্ট ২০২১ ১৬:৩২
Share:

যশ-নুসরত এবং নিখিল

বুধবারের বৃষ্টিভেজা কলকাতা এক অনন্য ভালবাসার সাক্ষী। সব কটাক্ষ তুচ্ছ করে এ দিন হাতে হাত রেখে রাজপথে পা মিলিয়েছিলেন যশ দাশগুপ্ত, নুসরত জাহান। যতক্ষণ পার্ক স্ট্রিটের রাস্তায় হাঁটতে দেখা গিয়েছে তাঁদের, যশ সারাক্ষণ অন্তঃসত্ত্বা নুসরতকে ভীষণ যত্ন করে সামলেছেন। সেই দৃশ্য বিভিন্ন সংবাদমাধ্যমে ভাইরাল হতেই সবার কৌতূহল, এই দৃশ্য কি নিখিল জৈন দেখেছেন? তাঁর অনুভূতি কী? বৃহস্পতিবার ইনস্টাগ্রামে তারই যেন জবাব দিলেন সাংসদ-অভিনেত্রীর ‘সহবাস সঙ্গী’।

Advertisement

নিখিলের ভাগ করে নেওয়া ছবিতে তাঁর চোখেমুখে ছড়িয়ে পড়েছে লাল আলো। যা দেখে মনে হতেই পারে, নীরব যন্ত্রণায়, ক্ষোভে বুঝি পুড়ছেন তিনি। ছবি সম্বন্ধে লিখতে গিয়ে সেই যন্ত্রণাই যেন অজান্তে ছড়িয়ে দিলেন নিখিল। স্পষ্ট জানালেন, ‘আগুন সব পুড়িয়ে দেয়। তার আঁচে তুমি সব হারাতে পার। সেই ছাই সরিয়ে তুমি লাভার মতো জেগে ওঠ।’

নিখিলও কি সে ভাবেই এক বছরের সুখী দাম্পত্য, অতীত তিক্ততা সরিয়ে নতুন জীবনে ফিরতে চলেছেন? তাই যশ-নুসরতকে হাতে হাত রেখে পায়ে পা মেলাতে দেখলে তাঁর আর কিছুই যায়-আসে না!

Advertisement

নেটমাধ্যমে নিজের কথা জানিয়ে দেওয়ার পরে বস্ত্র ব্যবসায়ী আবার চুপ। বদলে তাঁর হয়ে মুখ খুলেছেন জনৈক নেটাগরিক। তাঁর মন্তব্যেও ক্ষোভের ছোঁয়া। মন্তব্য বাক্সে দুঃখের চিহ্ন এঁকে সেই নেটাগরিকের প্রশ্ন, 'গতকাল (বুধবার) নুসরত আর যশ ডেটে গিয়েছিলেন। আপনি কোথায় ছিলেন নিখিল?'

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement