Abhishek bachchan Nimrat Kaur

‘আমার করুণা হয়,’ অভিষেক বচ্চনের সঙ্গে পরকীয়ার চর্চা, কার উদ্দেশে এমন মন্তব্য নিমরতের?

জীবনের একটা অধ্যায়ে পৌঁছনোর পরে নিমরতকে বিয়ে নিয়ে খোঁচা দেওয়া বন্ধ করে দেয় চারপাশের লোকজন। যদিও গত বছর অভিষেকের সঙ্গে তাঁর পরকীয়ার খবরে ছয়লাপ ছিল সমাজমাধ্যমের পাতা।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০২৫ ১২:১৬
Share:

অভিষেককে নিয়ে মুখ খুললেন নিমরত! ছবি: সংগৃহীত।

২০২২ সালে ‘দসভি’ ছবিতে অভিষেকের সঙ্গে অভিনয় করেছিলেন নিমরত কৌর। সেই সময় অভিষেক ও ঐশ্বর্যার বিয়ের বয়স ১৫ বছর। এ কথা শুনে খানিক অবাক হয়েছিলেন নিমরত। অভিষেকের ১৫ বছরের সুখী দাম্পত্যের জন্য প্রশংসা করেছিলেন ওই সাক্ষাৎকারের সঞ্চালকও। অবাক নিমরত বলেছিলেন, “১৫ বছর!” অভিষেক মন্তব্য করেন, “হ্যাঁ, দীর্ঘ ১৫ বছর। ২০০৭ থেকে ২০২২।” নিমরত উত্তর দেন, “অসাধারণ!” তার পর থেকে নিমরতের সঙ্গে অভিষেকের পরকীয়ার খবর ছড়ায়। ২০২৩ সালে শোনা যায়, বাড়ি ছেড়ে নাকি বেরিয়ে যান ঐশ্বর্যা। বছর দুয়েক টানা তাঁদের বিবাহবিচ্ছেদের খবর রটে। যদিও চলতি বছরের শুরুতে বচ্চন দম্পতি সেই জল্পনায় অবসান ঘটিয়েছেন। তাঁরা যে একসঙ্গেই আছেন সেটা বুঝিয়ে দিয়েছেন। এ বার তাঁকে নিয়ে নানাবিধ চর্চা প্রসঙ্গে মুখ খুললেন নিমরত।

Advertisement

বর্তমানে অভিনেত্রীর বয়স ৪৩। একা থাকারই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু বয়স ২০ পেরনোর পর থেকেই বিয়ে নিয়ে নানা রকমের মন্তব্য শুনতে হয়েছে নিমরতকে। যদিও জীবনের একটা অধ্যায়ে পৌঁছনোর পরে তাঁকে বিয়ে নিয়ে খোঁচা দেওয়া বন্ধ করে দেয় চারপাশের লোকজন। গত বছর অভিষেকের সঙ্গে তাঁর পরকীয়ার খবরে ছয়লাপ ছিল সমাজমাধ্যমের পাতা। এ বার মুখ খুললেন নিমরত। যাঁরা তাঁকে নিয়ে নিরন্তর এই ধরনের সমালোচনা করেছেন তাঁদের বেড়ে ওঠা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁদের পারিবারিক শিক্ষা নিয়ে সন্দিহান অভিনেত্রী। নিমরতের কথায়, ‘‘ সমাজমাধ্যম একটা পরগাছার মতো। আমি মুম্বই তখন এসেছি যখন সমাজমাধ্যমে কি মোবাইল, কিছুই ছিল না। আমার মাথা খুব পরিস্কার, জানি জীবনে কী করতে চাই। যাঁদের অতিরিক্ত ফাঁকা সময় তাঁরা এ সব নিয়ে চর্চা করেন। এদের দেখলে করুণা হয়। এদের পারিবারিক শিক্ষা নিয়ে আমি ভাবি।’’ যদিও শেষে অভিনেত্রীর সংযোজন, সমালোচনায় কান দেওয়ার সময় তাঁর নেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement