Nora Fatehi

দাউদের সঙ্গে নোরার যোগ! সম্ভাব্য সমন নিয়ে অবশেষে কী বার্তা দিলেন বলিউড অভিনেত্রী?

দাউদের আয়োজন করা মাদক পার্টিতে নাকি গিয়েছিলেন নোরা ফতেহি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। এই প্রসঙ্গে মুখ খুললেন নোরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৯:৫২
Share:

দাউদ-যোগ নিয়ে কী বললেন নোরা? ছবি: সংগৃহীত।

২০২১ সালে মাদক-যোগের অভিযোগে হাজতবাস হয় শাহরুখ খানের পুত্র আরিয়ান খানের। এ বার নতুন করে ফের বলিউডের সঙ্গে মাদক-যোগের অভিযোগ, যেখানে রয়েছে দাউদ ইব্রাহিমের নাম। দাউদের আয়োজন করা মাদক পার্টিতে নাকি গিয়েছিলেন নোরা ফতেহি, এমনই চাঞ্চল্যকর অভিযোগ এনেছেন মাদক পাচারকারী ‘গ্যাংস্টার’ সেলিম ডোলার ছেলে তাহের ডোলা। এ বার এই বিষয়ে কড়া হুঁশিয়ারি দিলেন নোরা।

Advertisement

বলিউডের খ্যাতনামী নৃত্যশিল্পী তথা অভিনেত্রী নোরা ফতেহি নিজের সমাজমাধ্যমে সাফ জানান, তিনি কোনও ধরনের পার্টি করেন না। দিনরাত শুধুই কাজ নিয়ে ব্যস্ত। নোরার কথায়, ‘‘আমি একজন কাজপাগল মানুষ। যার ফলে আমার কোনও ব্যক্তিগত জীবন পর্যন্ত নেই। আর ছুটির দিনে হয় আমি বাড়িতে থাকি, নয়তো দুবাইয়ের সমুদ্র সৈকতে ছুটি কাটাই স্কুলের বন্ধুদের সঙ্গে। আমি সারা দিনরাত পরিশ্রম করছি নিজের স্বপ্ন পূরণ করার পিছনে। তাই যা পড়ছেন সেটা বিশ্বাস করবেন না। আগে এরা মিথ্যে অপবাদ ছড়িয়ে আমাকে শেষ করার চেষ্টা করেছে।’’

এ সব আর সহ্য কবরবেন না নোরা। কড়া হুঁশিয়ারি দিয়ে তিনি লেখেন, ‘‘যাঁরা আমার নাম ব্যবহার করছেন, তাঁদের বলি, দয়া করবে করবেন না। কারণ, এর ফল ভাল হবে না। এ বার আর আমি মুখ বুজে মেনে নেব না।’’ এই চক্রে শুধু নোরা নয়, নাম জড়িয়েছে শ্রদ্ধা কপূর, ওরিদেরও। সূত্রের খবর, খুব শীঘ্রই মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে রুপোলি পর্দার এই তারকাদের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement