Nupur Sanon wedding

বিয়ে করলেন নূপুর সেনন! কনের দিদি কৃতিকে কেন ২৩ বছর বয়সেই বিয়ে দিতে চেয়েছিলেন তাঁর মা?

ঘনিষ্ঠ পরিজনদের উপস্থিতিতে বিয়ে সারেন নূপুর ও স্টেবিন। তবে এর মধ্যেই উঠে এল কৃতির বিয়ে নিয়ে তাঁর মায়ের বক্তব্য। তিনি চেয়েছিলেন, কৃতির যেন ২৩-২৪ বছর বয়সের মধ্যেই বিয়ে হয়ে যায়।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ জানুয়ারি ২০২৬ ১৬:৪১
Share:

বিয়ে করলেন কৃতি সেননের (ডান দিকে) বোন নূপুর সেনন ও স্টেবিন বেন (বাঁ দিকে)। ছবি: সংগৃহীত।

বিয়ে করলেন বলিউডের অভিনেত্রী কৃতি সেননের বোন নূপুর সেনন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। শনিবার উদয়পুরে খ্রিস্টানমতে বিয়ে করলেন তাঁরা। ঘনিষ্ঠ পরিজনেদের উপস্থিতিতে বিয়ে সারেন নূপুর ও স্টেবিন। তবে এর মধ্যেই উঠে এল কৃতির বিয়ে নিয়ে তাঁর মায়ের বক্তব্য। তিনি চেয়েছিলেন, কৃতির যেন ২৩-২৪ বছর বয়সের মধ্যেই বিয়ে হয়ে যায়।

Advertisement

কৃতির মা গীতা সেনন এক সাক্ষাৎকারে বলেছিলেন, “আমি ওকে বলতাম, ২৩ বছরের মধ্যে তোমার বিয়ে করে নেওয়া উচিত। আসলে আমি একটু বেশি বয়সে বিয়ে করেছি, এমনই মনে করতাম। আমার ছোট মেয়ে নূপুরের জন্মের সময়ে আমার বয়স ৩০ হয়ে গিয়েছে। তাই আমি ভাবতাম বিয়ে করার সঠিক বয়স হল ২৩ বা ২৪ বছর।”

তবে কৃতি তাঁর মায়ের এই পরামর্শ মেনে নেননি। অভিনেত্রীর বয়স এখন ৩৫। বিয়ে নিয়ে পরিকল্পনার কথাও এখনও জানাননি। যদিও কৃতি এই মুহূর্তে শিল্পপতি কবীর বহিয়ার সঙ্গে সম্পর্কে রয়েছেন।

Advertisement

উল্লেখ্য, শনিবার খ্রিস্টানমতে বিয়েতে সাদা রঙের গাউন পরেছিলেন কৃতির বোন নূপুর। স্টেবিন পরেছিলেন সাদা রঙের স্যুট। রবিবার রাতে ভারতীয় সংস্কৃতি মেনে বিয়ে করতে চলেছেন তাঁরা।

কিছু দিন আগেই বিদেশে বাগ্‌দান সেরেছেন নূপুর ও স্টেবিন। কৃতির বোনকে ত্রিমুখী হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। কৃতির বোন নূপুর নিজেও মডেল ও অভিনেত্রী। বেশ কিছু মিউজ়িক ভিডিয়োয় কাজ করছেন। আপাতত বিয়ে করে সংসারী হতে চাইছেন নূপুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement