Thakurpukur Car Accident

ঠাকুরপুকুর-কাণ্ডের পর কড়া নুসরত, মদ্যপান করে গাড়ি চালালেই পদক্ষেপের বার্তা

তারকাদের প্রায় কেউই ভিক্টোর পাশে দাঁড়াতে রাজি নন। এ বার কড়া বার্তা দিলেন অভিনেত্রী নুসরত জাহানও।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২৫ ১৩:২৫
Share:

ঠাকুরপুকুর-কাণ্ডে প্রতিবাদী নুসরত। ছবি: সংগৃহীত।

প্রতিবাদ এবং প্রচার— টলিপাড়ায় যেন নতুন ট্রেন্ড তৈরি হচ্ছে! গত রবিবার ঠাকুরপুকুরের বাজার এলাকায় মত্ত অবস্থায় গাড়ি চালিয়ে দুর্ঘটনা ঘটিয়েছেন বাংলা ছোট পর্দার পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টো। মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। তার পর থেকেই নিন্দায় সরব হয়েছেন টলিপাড়ার তাবড় অভিনেতা।

Advertisement

এ বার কি ভিক্টোর পাশ থেকে সরে দাঁড়ানোর কথা ঘোষণা করলেন নুসরত জাহান এবং যশ দাশগুপ্ত? শুধু ভিক্টো নন, যে বা যাঁরাই নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালান, তাঁদের বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়িয়েছেন তারকা যুগল। তবে এরই সঙ্গে তাঁরা সেরে নিয়েছেন আসন্ন ছবির প্রচার। বৃহস্পতিবার সমাজমাধ্যমে তাঁরা একটি ছবি ভাগ করে নেন। সেখানে যশ-নুসরতকে দেখা যাচ্ছে এবং লেখা, “যারা ‘ড্রিংক’ করে ‘ড্রাইভ’ করে... তাদের সবার সাথে আড়ি”। উল্লেখ্য শীঘ্রই পর্দায় দেখা যাবে যশ-নুসরতকে। সঙ্গী হবেন বর্ষীয়ান অভিনেত্রী মৌসুমী চট্টোপাধ্যায়। ছবির নাম ‘আড়ি’।

এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমকে নুসরত জানান, তাঁরা সচেতনতা প্রচারের জন্যই এই পথ বেছে নিয়েছেন। অভিনেত্রীর কথায়, “আমরা সকলের কাছে আর্জি জানাই, তাঁরা একটু দায়িত্ববান হয়ে উঠুন। আমার আনন্দ যেন অন্যের বেদনার কারণ না হয়ে যায়। জীবন খুব দামি— নিজের এবং অন্যদেরও। না হলেই ‘আড়ি’।” একই কথা যশের। তিনি বলেন, “নিজের এবং অন্যের পরিবারের কথা মাথায় রাখা উচিত। তাই দায়িত্বশীল নাগরিকের মতো আচরণ করুন। সাবধানে গাড়ি চালান না হলেই আড়ি... মদ্যপান করে কোনও ভাবেই স্টিয়ারিংয়ে নয়।”

Advertisement

ঠাকুরপুকুরের ঘটনায় এই মুহূর্তে পুলিশি হেফাজতে রয়েছেন ভিক্টো। বৃহস্পতিবারই তাঁকে তোলা হবে আলিপুর আদালতে। এই ঘটনায় অনেকেই দেখছেন বলিউডের ছায়া। সলমন খানের ‘হিট অ্যান্ড রান’ মামলার সঙ্গে তুলনা টানছেন অনেকেই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement