Entertainment News

নুসরতের ইফতার পার্টি, সঙ্গে কারা জানেন?

সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বিভিন্ন রকম ফল, সালাড, ফিরনি, মিষ্টি সহযোগে এলাহি আয়োজন করেছিলেন তিনি। কিন্তু পার্টিতে কারা ছিলেন জানেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১২ জুন ২০১৮ ১২:৩৬
Share:

নুসরত জাহান। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

সামনেই ইদ। তার আগে জমিয়ে ইফতার পার্টি হবে না, তাও আবার হয় নাকি? টলি পাড়ায় জমিয়ে ইফতার পার্টির আয়োজন করলেন অভিনেত্রী নুসরত জাহান।

Advertisement

সোশ্যাল মিডিয়ায় নিজেই ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। বিভিন্ন রকম ফল, সালাড, ফিরনি, মিষ্টি সহযোগে এলাহি আয়োজন করেছিলেন তিনি। কিন্তু পার্টিতে কারা ছিলেন জানেন?

ঘনিষ্ঠ আত্মীয় এবং বন্ধুদের নিয়েই পার্টি করেছেন নুসরত। হাজির ছিলেন তাঁর ইন্ডাস্ট্রির বন্ধু তনুশ্রী। সোশ্যাল মিডিয়ায় সেই সেলিব্রেশনের ছবি শেয়ার করে তনুশ্রী লিখেছেন, ‘দারুণ ইফতার পার্টি, আয়োজন করেছিল আমার একমাত্র ভালবাসা নুসরত।’

Advertisement

আরও পড়ুন, দিতিপ্রিয়া মাধ্যমিকে কত পেল জানেন?

টলিউডে নুসরততনুশ্রীর বন্ধুত্বের কথা অনেকেই জানেন। তবে নুসরতের প্রিয় বন্ধু হিসেবে মিমি চক্রবর্তীও পরিচিত। কিন্তু এই ইফতার পার্টিতে মিমি ছিলেন কিনা তা জানা যায়নি। & 😍❤️ (_)

& 😍❤️

(_)

টলিউডে নুসরততনুশ্রীর বন্ধুত্বের কথা অনেকেই জানেন। তবে নুসরতের প্রিয় বন্ধু হিসেবে মিমি চক্রবর্তীও পরিচিত। কিন্তু এই ইফতার পার্টিতে মিমি ছিলেন কিনা তা জানা যায়নি। & 😍❤️

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement