Entertainment News

পাঁচ মাস ধরে টানা সাফল্য পেল ‘ফাগুন বউ’

ইতিমধ্যেই ২০০ এপিসোডের জার্নি পেরিয়ে এসেছে এই ধারাবাহিক। এর আগেও এই সাফল্য এসেছে। ফের এক নম্বরে জায়গা করে নিল ‘ফাগুন বউ’। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০১৮ ১৯:৫৯
Share:

বিক্রম-ঐন্দ্রিলা। ছবি: ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

পাঁচ মাস ধরে টানা সাফল্য। সংশ্লিষ্ট চ্যানেলে টিআরপির হিসেবে এক নম্বরে নিজেদের জায়গা ধরে রাখল জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’। সোশ্যাল মিডিয়ায় এই খবর জানালেন অভিনেত্রী ঐন্দ্রিলা সেন

Advertisement

ইতিমধ্যেই ২০০ এপিসোডের জার্নি পেরিয়ে এসেছে এই ধারাবাহিক। এর আগেও এই সাফল্য এসেছে। ফের এক নম্বরে জায়গা করে নিল ‘ফাগুন বউ’। দর্শকদের ভালবাসায় এই সাফল্য সম্ভব। সে কারণেই দর্শকদের সমর্থনের জন্য সোশ্যাল মিডিয়াতেই ধন্যবাদ জানিয়েছেন অভিনেত্রী।

বিক্রম চট্টোপাধ্যায়ের সঙ্গে এই ধারাবাহিকে জুটি বেঁধেছেন ঐন্দ্রিলা। ‘সাত পাকে বাঁধা’র পর বিক্রম-ঐন্দ্রিলার জুটিকে ফিরিয়ে এনেছে ‘ফাগুন বউ’। জুটি হিসেবে আগের মতোই জনপ্রিয়তা পাচ্ছেন তাঁরা। তবে লাবণী সরকার, শঙ্কর চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, স্নেহা চট্টোপাধ্যায়, রাজশ্রী ভৌমিক, বুলবুলি পাঁজার অভিনয়ও প্রশংসিত দর্শক মহলে।

Advertisement

আরও পড়ুন, দেবের ‘কীর্তি’ গোপন ক্যামেরায় ধরে ফেললেন রুক্মিণী!

Five months of consistently being the no one show on @starjalsha Humbled by all the love you have been giving us..Thank u all❤️

A post shared by Oindrila Sen (@love_oindrila) on

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement