Entertainment News

অষ্টমীতে কী মেসেজ দিলেন ঐন্দ্রিলা?

লাল শাড়িতে জমকালো সেজে দর্শকদের অষ্টমীর শুভেচ্ছা জানালেন ঐন্দ্রিলা। তিনি নিজেও আনন্দ করে পুজো কাটাচ্ছেন। সঙ্গী পরিবার এবং বন্ধুরা। দর্শকদেরও সেই পরামর্শ দিলেন তিনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ অক্টোবর ২০১৮ ০৯:৫৯
Share:

ঐন্দ্রিলা সেন। ছবি: ঐন্দ্রিলার ইনস্টাগ্রাম পেজ থেকে গৃহীত।

অষ্টমীর সকাল। মানেই অঞ্জলির সময়। স্নান সেরে পুষ্পাঞ্জলি দিলেন দর্শকের প্রিয় ‘মহুল’ অর্থাত্ অভিনেত্রী ঐন্দ্রিলা সেন। জনপ্রিয় ধারাবাহিক ‘ফাগুন বউ’-এর সৌজন্যে এখন দর্শকরা ‘মহুল’ নামেই ডাকেন ঐন্দ্রিলাকে।

Advertisement

লাল শাড়িতে জমকালো সেজে দর্শকদের অষ্টমীর শুভেচ্ছা জানালেন ঐন্দ্রিলা। তিনি নিজেও আনন্দ করে পুজো কাটাচ্ছেন। সঙ্গী পরিবার এবং বন্ধুরা। দর্শকদেরও সেই পরামর্শ দিলেন তিনি।

বেহালায় থাকেন ঐন্দ্রিলা। তিনি আগেই বলেছিলেন, ‘‘আমাদের পাড়ার পুজোটা বন্ধ হয়ে গিয়েছে। কারণ পুজোটা যারা করত সেই হেডরা আর কেউ নেই। আমরা ভেবেছিলাম করব। কিন্তু সময় দেওয়াটা মুশকিল হয়ে যায়…।’’

Advertisement

আরও পড়ুন, সুদীপার বেবি শাওয়ার, সুখবরের অপেক্ষায় চট্টোপাধ্যায় পরিবার

সারা বছর শুটিংয়ের ফাঁকে জিম করেন নায়িকা। নিজেকে ফিট রাখতে এটা করতেই হয়। ডায়েটও ফলো করতে হয় তাঁকে। কিন্তু পুজোতে নাকি খাওয়ায় কোনও রেস্ট্রিকশন নেই। খাওয়া, আড্ডা, ঠাকুর দেখা- সব কিছু নিয়ে আনন্দ করে পুজো কাটাচ্ছেন ঐন্দ্রিলা।

(টলিউডের প্রেম, টলিউডের বক্স অফিস, বাংলা সিরিয়ালের মা-বউমার তরজা -বিনোদনের সব খবর আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement