এক ছবি দুই হিরো

একসঙ্গে কাজ করছেন সোহম আর ওম। প্রযোজনায় এসকে মুভিজ। শোনা যাচ্ছে, এটাও থ্রিলার। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। যিনি ইতিমধ্যেই শ্রাবন্তী এবং কৃষণকে নিয়ে ছবি করছেন।

Advertisement
শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০০:৫৮
Share:

একসঙ্গে কাজ করছেন সোহম আর ওম। প্রযোজনায় এসকে মুভিজ। শোনা যাচ্ছে, এটাও থ্রিলার। পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়। যিনি ইতিমধ্যেই শ্রাবন্তী এবং কৃষণকে নিয়ে ছবি করছেন।

Advertisement

দুই বন্ধুর গল্প। যেখানে সোহম আর ওমকে প্রথমবার একসঙ্গে কাজ করতে দেখা যাবে। একজনের চরিত্রটা বেশ ‘ডার্ক’। নায়িকার খোঁজ এখনও চলছে। ছবির প্রযোজক হিমাংশু ধানুকা জানালেন, তাঁরা দক্ষিণী ছবির রিমেক করছেন না। ‘‘বেশ বড় স্কেলে ছবিটা করছি। একেবারে হলিউড স্টাইলে,’’ মন্তব্য হিমাংশুর। ছবির অধিকাংশ শ্যুটিং ইংল্যান্ডে হবে। পুজোতেই ছবি রিলিজের পরিকল্পনা হিমাংশুর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement