শঙ্খবেলা ছবিতে উত্তমকুমার, মাধবী মুখোপাধ্যায়। ছবি: ফেসবুক।
এ বছর তাঁর প্রয়াণের ৪৫ বছর। এ বছর তিনি ১০০ বছরে পা দিলেন। তাঁর অভাব প্রতি মুহূর্তে আজও অনুভব করে বাংলা বিনোদন দুনিয়া। সেই উপলক্ষেই কি উত্তমকুমারের অসংখ্য জনপ্রিয় ছবির অন্যতম ‘শঙ্খবেলা’ বড় পর্দায় আবারও ফিরতে চলেছে? ১৯৬৬ সালে নির্মিত ‘শঙ্খবেলা’ ছবিতে উত্তমকুমারের বিপরীতে অভিনয় করেছিলেন মাধবী মুখোপাধ্যায়। সেই ছবিরই নাকি নতুন সংস্করণ হতে চলেছে ২০২৫-এর ‘শঙ্খবেলা’। পরিচালনায় বিশ্বজিৎ মুখোপাধ্যায়।
টলিপাড়ার এই চর্চা সত্যি হলে উত্তম-মাধবীর জুতোয় পা গলাবেন কারা?
প্রশ্ন নিয়ে যোগাযোগ করেছিল আনন্দবাজার ডট কম। বিশ্বজিৎ বলেছেন, “আমার ছবির নাম সামান্য বদলে ‘শঙ্খবেলায়’ রেখেছি। শুক্রবার ইমপা-তে নাম নথিভুক্ত করেছি। ‘শঙ্খবেলা’ নামটিও পেয়েছিলাম। ব্যবহার করতে সাহস হয়নি। উত্তমবাবু মহীরুহ। ওঁকে অনুসরণ বা অনুকরণ করার ধৃষ্টতা আমার নেই।” এই ছবির গল্পও সমুদ্রনির্ভর। সমুদ্রতটে দুই প্রবীণের অতীত ফিরে দেখা। তাই নিয়ে তৈরি হচ্ছে ‘শঙ্খবেলায়’। উত্তমকুমার-মাধবী মুখোপাধ্যায় অভিনীত ছবির সঙ্গে যার কোনও মিল নেই।
‘শঙ্খবেলায়’ মেঘা চৌধুরী, ওম সাহানি। ছবি: ফেসবুক।
পর্দায় যাঁদের নিয়ে গল্প সেই দুই বর্ষীয়ান বিশ্বজিৎ চক্রবর্তী এবং লাবণী সরকার। এ ছাড়াও আছেন খরাজ মুখোপাধ্যায়, বোধিসত্ত্ব মজুমদার, সঞ্জীব সরকার। নায়ক-নায়িকার চরিত্রে ওম সাহানি ও মেঘা চৌধুরী। মেঘা একটি প্রথম সারির বডি অয়েল প্রস্তুতকারী সংস্থার মুখ। বলিউডে একাধিক কাজ করেছেন। বাংলা ছবিতেও দেখা গিয়েছে তাঁকে। হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘অমর প্রেম’ ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করেছিলেন। ছবিতে খরাজের গান ছাড়াও শোনা যাবে শান এবং জয়তী চক্রবর্তীর কণ্ঠ। দিঘা, পুরী ছাড়াও মুম্বই এবং কলকাতা মিলিয়ে শুটিং শুরু হবে ৯ অগস্ট থেকে।