‘তোমার অন্তর্বাস চাই, সাড়ে পাঁচশো ডলার দেব’

মডেলিংয়ে সবে কেরিয়ার শুরু করেছেন। পেজ-থ্রিতে পরিচিত হচ্ছেন একটু একটু করে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় এক লক্ষ। আর তাঁদের মধ্যেই কোনও একজন চাইলেন তাঁর ব্যবহৃত অন্তর্বাস! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ এপ্রিল ২০১৬ ১৮:১৯
Share:

মডেলিংয়ে সবে কেরিয়ার শুরু করেছেন। পেজ-থ্রিতে পরিচিত হচ্ছেন একটু একটু করে। ইনস্টাগ্রামে তাঁর ফলোয়ার সংখ্যা প্রায় এক লক্ষ। আর তাঁদের মধ্যেই কোনও একজন চাইলেন তাঁর ব্যবহৃত অন্তর্বাস! শুনতে অবাক লাগলেও এটাই সত্যি।

Advertisement

তিনি অস্ট্রেলিয়ান মডেল মেগান ইরউইন।

ইনস্টাগ্রামে মেগানের এক ফলোয়ার তাঁর ব্যবহৃত অন্তর্বাস সাড়ে পাঁচশো ডলারে কিনে নিতেও চেয়েছেন! শর্ত একটাই। ওই অন্তর্বাস যে মেগানেরই তার প্রমাণ দিতে হবে। তিনি লিখেছেন, ‘মেগান, তোমার পরা অন্তর্বাসের জন্য আমি সাড়ে পাঁচশো ডলার পর্যন্ত দিতে প্রস্তুত।’

Advertisement

যদিও গোটা ঘটনায় চরম বিরক্ত মেগান। তিনি ওই ফলোয়ারের পোস্টের কোনও উত্তরও দেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement